শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের পেস বোলারদের ভাগ্য বদলে দিতে পারেন গিবসন: কোর্টনি ওয়ালশ

এল আর বাদল: [২] জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলারদের ভাগ্য বদলে দিতে পারবেন বর্তমান বোলিং কোচ ওটিস গিবসন। তিনি বলেন, আমি জানি বাংলাদেশের পেসারদের মধ্যে শেখার আগ্রহ আছে।

[৩] ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর ওয়ালশের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে চাকরী যায় প্রধান কোচ স্টিভ রোডসেরও। বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও বাংলাদেশের খোঁজ খবর রাখছেন ওয়ালশ।

[৪] তিনি বলেছেন, ওটিস খুব ভালো কোচ এবং সে যদি সেই সুযোগটা পায় তবে খেলোয়াড়দের উন্নতি করতে পারবে, তবে এক্ষেত্রে তার ওপর আস্থা রাখতে হবে। আমি যে ছেলেদের সঙ্গে কাজ করেছি তারা শেখার জন্য উন্মুখ। তারা সব কিছু মেনে নেয় এবং পরিবর্তনের চেষ্টা করে।

[৫] ওয়ালসের চলে যাওয়ার পর বাংলাদেশের পেস বোলিং কোচ হয়ে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল লেঙ্গেভেল্ট। গেল ডিসেম্বরে তিনি চার মাসের মাথায় দায়িত্ব ছেড়ে দেন টাইগারদের বোলিং কোচের। তিনি নিজ দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে কাজ করার সুযোগ পেয়ে বাংলাদেশ ছাড়েন। এরপর বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় গিবসনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়