শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দানাং শহরে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন ৮০ হাজার মানুষ

নিউজ ডেস্ক : করোনা প্রাদুর্ভাবের শুরুতেই লাগাম টেনে ধরে ভিয়েতনাম। কঠোর লকডাউন আর সীমান্ত বন্ধ করে টানা চারমাস করোনামুক্ত ছিল দেশটি। কিন্তু একটু অসতর্কতাতেই আবারও শনাক্তের সংখ্যা বেড়েছে সেখানে।
ভিয়েতনামের পর্যটন নগরী দানাং থেকে সব ফ্লাইট বন্ধ এবং ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন জারি করেছে দেশটি। ভিয়েতনামের দানাং শহরে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন ৮০ হাজার মানুষ। ডিবিসি টিভি

এপ্রিলের পর গেল শনিবার প্রথম একজন করোনা রোগী আক্রান্ত শনাক্ত হন। ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির কিছু উপসর্গ থাকলেও চারবার পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়। কন্ট্যাক্ট ট্রেসিং করে দেখা যায়, আরও শতাধিক ব্যক্তি তার সংস্পর্শে এসেছিলেন।

এরপর রবিবার তিনজন, সোমবার ১১ জন এবং বুধবার আরও ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এদের মধ্যে রয়েছেন চার স্বাস্থ্যকর্মী। পর্যটন নগরী দানাং এবং তার আশেপাশের অঞ্চলে এসব সংক্রমণ হয়েছে।

নতুন করে সংক্রমণের ঘটনায় আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকরা। একসময় করোনা ঠেকিয়ে আত্মবিশ্বাসী ভিয়েতনামে এখন নতুন করে করোনা মহামারির আশঙ্কা করা হচ্ছে।

দানাংয়ে কঠোর লকডাউন জারির নির্দেশ দেয়া হয়েছে, যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। এছাড়া দানাং থেকে ৮০ হাজার মানুষকে ১৩০টি ফ্লাইটে অন্যান্য শহরে সরিয়ে নেয়া হবে। দানাংয়ে ভ্রমণ করতে গিয়েছিলেন তারা। শহর থেকে বাস, ট্রেন চলাচলও সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।

দীর্ঘদিন অভ্যন্তরীন সংক্রমণ না হওয়ায় বিদেশফেরত কারও মাধ্যমে করোনা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। তবে এবিষয়ে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। এর আগে, করোনা ঠেকাতে সফল হওয়ায় অর্থনীতিকে চাঙা করতে স্থানীয় পর্যটকদের জন্য পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয় ভিয়েতনাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়