শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঋণ নয় দিনে এক টাকা হলেও সঞ্চয়ের বার্তা দিলেন প্রধানমন্ত্রী, মানুষের খাদ্যের অভাব যেন না হয়

সাইদ রিপন : [৩] মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় ‘আমার বাড়ি আমার খামার (চতুর্থ সংশোধিত)’ প্রকল্পটি অনুমোদনের সময় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন।

[৪] প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি চিরদিনের জন্য নয়। উপকারভোগী সবাই যেন স্বাবলম্বী হতে পারে। আমরা দীর্ঘদিন দিতেই থাকবো, আর তারা নিতেই থাকবে, এটা সম্ভব নয়।

[৫] স্থানীয় সরকারকে ধীরে ধীরে টাকা দেয়া কমাবে সরকার বলে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সেবা দিয়ে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। যে অর্থের প্রয়োজন মানুষের কল্যাণে হয়, সেটা স্থানীয় সরকার থেকে আসা উচিত। এজন্য আমাদের চিন্তা করতে হবে, স্থানীয় সরকারগুলো যেন ক্রমান্বয়ে স্বাবলম্বী হতে পারে।

[৬] প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘মুজিবনগর সেচ উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে সবধান হতে হবে। এই প্রকল্পগুলো কিন্তু পরিবেশের ওপরে নেতিবাচক প্রভাব ফেলে। সাবধানে আপনারা এসব প্রকল্প বাস্তবায়ন করবেন। আমাদের নৈসর্গিক কাঠামো যেন কোনোমতে ক্ষতিগ্রস্ত না হয়।

[৭] তিনি বলেন, এটা ঠিক যে করোনা ভাইরাস আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। তারপরও আমাদের কৃষির যে অগ্রগতি এটা ধরে রাখতে হবে। আমাদের খাবারের ব্যবস্থাটা যদি ঘরে রাখতে পারি, তাহলে অন্য কোনোদিকে খুব একটা সমস্যা হবে না। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়