শিরোনাম
◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ‘মায়ের ডাক’খ্যাত বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঋণ নয় দিনে এক টাকা হলেও সঞ্চয়ের বার্তা দিলেন প্রধানমন্ত্রী, মানুষের খাদ্যের অভাব যেন না হয়

সাইদ রিপন : [৩] মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় ‘আমার বাড়ি আমার খামার (চতুর্থ সংশোধিত)’ প্রকল্পটি অনুমোদনের সময় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন।

[৪] প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি চিরদিনের জন্য নয়। উপকারভোগী সবাই যেন স্বাবলম্বী হতে পারে। আমরা দীর্ঘদিন দিতেই থাকবো, আর তারা নিতেই থাকবে, এটা সম্ভব নয়।

[৫] স্থানীয় সরকারকে ধীরে ধীরে টাকা দেয়া কমাবে সরকার বলে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে সেবা দিয়ে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। যে অর্থের প্রয়োজন মানুষের কল্যাণে হয়, সেটা স্থানীয় সরকার থেকে আসা উচিত। এজন্য আমাদের চিন্তা করতে হবে, স্থানীয় সরকারগুলো যেন ক্রমান্বয়ে স্বাবলম্বী হতে পারে।

[৬] প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘মুজিবনগর সেচ উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নে সবধান হতে হবে। এই প্রকল্পগুলো কিন্তু পরিবেশের ওপরে নেতিবাচক প্রভাব ফেলে। সাবধানে আপনারা এসব প্রকল্প বাস্তবায়ন করবেন। আমাদের নৈসর্গিক কাঠামো যেন কোনোমতে ক্ষতিগ্রস্ত না হয়।

[৭] তিনি বলেন, এটা ঠিক যে করোনা ভাইরাস আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। তারপরও আমাদের কৃষির যে অগ্রগতি এটা ধরে রাখতে হবে। আমাদের খাবারের ব্যবস্থাটা যদি ঘরে রাখতে পারি, তাহলে অন্য কোনোদিকে খুব একটা সমস্যা হবে না। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়