স্পোর্টস ডেস্ক : [২] ক’রোনার কারণে যখন একের পর এক সিরিজ স্থগিত হয়েছে, তখন বিশ্বকাপ সুপার লিগ চালু করেছে ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর আগামী (৩০ জুলাই) বৃহস্পতিবার ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যেকার ওয়ানডে সিরিজ দিয়েই সুপার লিগের প্রথম আসর শুরু হচ্ছে।
[৩] তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ইতিমধ্যে ইংল্যান্ড অবস্থান করছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেখানে তারা কোয়ারান্টাইন শেষ করে অনুশীলনও করেছেন। আবার নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচও খেলেছেন আইরিশরা।
[৪] অন্যদিকে ঘরের মাঠে সুপার লিগের প্রথম সিরিজ খেলবে ইংল্যান্ড। তারা ইতিমধ্যেই মাঠের ক্রিকেটে ফিরেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংলিশরা। আর সেই সিরিজের শেষ ম্যাচে চলছে এখন। আর এই সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসির বিশ্বকাপ সুপার লিগের প্রথম সিরিজ খেলব ইংল্যান্ড।
[৫] এদিকে প্রথম ম্যাচের পর সিরিজের দ্বিতীয় ম্যাচ ১ আগস্ট ও সিরিজের শেষ ম্যাচ ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ হবে অ্যাজেস বোলে।
[৬] প্রসঙ্গত যে, বিশ্বকাপ সুপার লিগে মোট ৮টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আইসিসির র্যাংকিংয়ের শীর্ষ ১৩ দল। যার চারটি হোম সিরিজ এবং চারটি অ্যাওয়ে সিরিজ। আর এই ১৩ দল থেকে শীর্ষ ৭ দলই সরাসরি খেলবে আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ।
-আইসিসি