মিনহাজুল আবেদীন : [২] বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, রোববার বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিক হয়।
[৩] জানা গেছে, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-সভাপতি ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলনসহ ৫ সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা যুক্ত ছিলেন।
[৪] সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন বলেন, এমন বৈঠক প্রায়ই হয়। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে দলীয় নেতাকর্মীরা সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।