সৈয়দ আহমেদ ভূঁইয়া, সৌদি আরব : [২] হজের মাত্র কয়েক দিন বাকি, হজ করবেন এক হাজার হজযাত্রী। সৌদি আরবের নাগরিক, দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিক এবং বিভিন্ন দেশের কতজন হজ করবেন তা এখনও প্রকাশ করেনি দেশটি।
[৩] আরব নিউজ বলছে, এবার হজ করতে মক্কা পৌঁছেছেন আমিরাতের আবদুল্লাহ আল কাথিরি। তিনি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। গত বছর তিনি হজ স্থগিত করেছিলেন, বিয়ে পরিকল্পনার কারণে।
[৪] টুইট বার্তায় মক্কার ও মসজিদ নববীর ইমাম ড. আব্দুর রহমান সুদাইস জানান, এ বছর হজের খুতবা বিশ্বের ১০টি ভাষায় অনুবাদ করা হবে। বাংলা, ইংরেজি, মালে, উর্দু, ফার্সি, ফরাসি, চীনা, তুর্কি, রাশিয়ান এবং হাউসা ভাষায় ।
[৫] বিশ্বের বিভিন্ন দেশ থেকে মন্ত্রী, আলেম, মুফতি, নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও ইসলামী দেশগুলোর প্রধানসহ এক হাজার ২০০ বিশিষ্ট ব্যক্তি বার্তায় হজ সীমিত সংখ্যায় করার জন্য সৌদি বাদশার প্রশংসা করেছেন।
[৬] মক্কায় পৌঁছেছেন হজযাত্রীদের প্রথম দল।
[৭] সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজের এক সপ্তাহ আগে ২০ জুলাই থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশনের মাধ্যমে এবারের হজের কার্যক্রম শুরু হচ্ছে। সম্পাদনা : খালিদ আহমেদ