শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারজা বাংলাদেশ সমিতির ভবনে বঙ্গবন্ধু হলের উদ্ধোধন করা হয়েছে

ওবায়দুল হক মানিক আমিরাত থেকে : [২] সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মােহাম্মদ আবু জাফর সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন মেনে চলার আহবান জানিয়ে বলেন , সাম্প্রতিক মহামারী করােনা কালীন সুময়ে অসহায় প্রবাসীদের সহযােগীতায় বাংলাদেশ সমিতি বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দসহ ধনাঢ় প্রবাসী ব্যবসায়ীরা যেভাবে এগিয়ে এসেহুেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি ।

[৩] তিনি বলেন , অসহায় প্রবাসীদের দেশে যাতায়াতের বিমান ভাড়া কমিয়ে আনার আহবান জানান। প্রবাসীদের কল্যাণে সেবা দেয়ার জন্য আমাদের এখানে পাঠিয়েছে । তাই আমরাও চাই প্রবাসীদের সেবায় কাছাকাছি যেতে । এ ব্যাপারে আপনাদেরও সহযােগীতা কামনা করছি ।

[৪] গত ২৪ জুলাই শুক্রবার, অসহায় প্রবাসীদের দেশে যেতে এবং ইউএইতে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের বিমান বাংলাদেশ এর ফ্লাইট জটিলতা এং বিমান ভাড়া বেশী হয়ে যাচ্ছুে । তাই স্বল্প ভাড়ায় যাতে প্রবাসীরা দেশে যেতে পারেন তিনি এই ব্যাপারে বিমানের সংশ্লিষ্ট উধর্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ।

[৫] সারা বাংলাদেশ সমিতির সভাপতি এম এ বাসারের সভাপতিত্বে ও সুমিতির সাধারণ সম্পাদক শাহ্ মাকসুদ ও আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর । বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসাল জেনারেল ইকবাল হােসেন খান , মাহাতাবুর রহমানু নাসির সিআইপি প্রকৌশলী আবু জাফর চৌধুরী প্রকৌশলী মােয়াজ্জেম হােসেন ।

[৬] বক্তব্য রাখেন সমিতির সিনিয়র  সহ - সভাপতি ইসমাইল গণি চৌধুরী , শাহাদাত হােসেন , প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু , আইয়ুব আলী বাবুল , প্রকৌশলী মােহাম্মদ সুলাউদ্দিন , কাজী মােহাম্মদ আলী অধ্যাপকু আবদুস সবুর , নাসির উদ্দিন তালুকদার , মােস্তুফা মাহামুদ , হাজী শফিকুল ইসলাম , প্রকৌশলী আবু হেনা ছৌধুরী , দেলােয়ার আহমেদ , নাসির উদ্দিন কামূসার মােহাম্মদ সালেহ , প্রকৌশলী করিমুল হক প্রমুখ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়