আবু মুত্তালিব মতি: [২] বগুড়ার আদমদীঘিতে নারীসহ দুই জন বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পৃথক গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
[৩] নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার সান্দিড়া পশ্চিমপাড়া গ্রামের মনটু মুন্সিনর ছেলে চঞ্চল মুন্সি (৩০) ও বশিপুর মধ্য পাড়ার মৃত আমজাদ হোসেনের স্ত্রী দেলোয়ারা বেগম (৫৭)। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, গত শুক্রবার দুপুরে আদমদীঘির বশিপুর মধ্য পাড়ার দেলোয়ারা বেগম পারিবারিক কলহে নিজ বাড়িতে গ্যাস বড়ি সেবন করে অসুস্থ হলে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।
[৪] এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। এদিকে ওই দিন সন্ধ্যায় উপজেলার সান্দিড়া পশ্চিমপাড়া গ্রামে নেশার টানা না পেয়ে চঞ্চল মুন্সি তার নিজ বাড়িতে গ্যাস বড়ি সেবন করে অসুস্থ হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। তবে এ দুই মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। সম্পাদনা: সাদেক আলী