রাশিদ রিয়াজ : [২] মার্কিন শীর্ষ এই কোটিপতির বক্তব্যকে অনেকে ঠাট্টা মনে করছেন। কেউ বলছেন ঠাট্টা হলেও এটি নির্মম। মার্কিন গাড়ি কোম্পানি টেসলা ও স্পেস এক্স সিইও এলন মাস্ক টুইটারে দুনিয়ার যেখানে খুশি মার্কিনীরা অভ্যুত্থান ঘটাতে পারে, পারলে মোকাবেলা কর, এমন মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। আরটি
[৩] টুইটারে এলন মাস্কের এধরনের বক্তব্যে এটাই তিনি বুঝাতে চান যে মার্কিনীরা যে কোনো দেশের শাসক পরিবর্তন করতে পারে যা তাদের ভাষায় রেজিম চেঞ্জ বলে পরিচিত। এবং এতে এলন মাস্কের কোনো আপত্তিও নেই। যদি এতে তার কোম্পানির বরং লাভ হয়।
[৪] কোভিডে যুক্তরাষ্ট্রের বিপর্যস্ত অর্থনীতিতে আরেকটি সরকারি উদ্দীপনা বিল মার্কিন জনগণের কোনো স্বার্থে আসবে না এমন প্রেক্ষাপটে কোটিপতি ব্যবসায়ী এলন মাস্ক অভ্যুত্থান নিয়ে এধরনের উস্কানিমূলক বক্তব্য রাখেন। এসময় একজন এলন মাস্ককে প্রশ্ন করেন মার্কিনী নাগরিকদের স্বার্থে তো বলিভিয়ায় অভ্যুত্থান ঘটানো হয়। এভো মোরালেসের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটে যাতে তোমরা দেশটি থেকে লিথিনিয়াম নিতে পার।
[৫] এ প্রশ্নেরই জবাবে সরাসরি টুইট করেন এলন মাস্ক, বলেন ‘উই উইল ক্যু হুইভার উই ওয়ান্ট! ডিল উইথ ইট. ফলোআপ টুইটে এলন মাস্ক অবশ্য বলেন তিনি তার কোম্পানি টেসলার জন্যে লিথিয়াম আনছেন অস্ট্রেলিয়া থেকে।
[৬] সাংবাদিক ম্যাক্স ব্লুমেন্থাল দাবি করেন মাস্কের অপ্রয়োজনীয় এধরনের টুইট বাস্তবে বলিভিয়ার অভ্যুত্থানের কৃতিত্ব বহন করে। অন্যরা অবশ্য এলন মাস্কের এধরনের মন্তব্যকে মস্করা, নৃশংস, সতেজ স্মৃতি বলে অভিহিত করে। আরেকজন বলেন এলন মাস্কের এধরনের মন্তব্য ঠাট্টা বলে মনে হলেও তা খারাপ। কারণ সামরিক অভ্যুত্থানে নির্দোষ মানুষ ক্ষতির শিকার হয়, মার্কিনীদের যোগসাজসে এধরনের অভ্যুত্থান ঘটনার প্রতি বরং এলন মাস্কের বক্তব্য আগুণে ঘি ছড়ানোর মতন।