স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুতি ক্যাম্পের আগে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তিন জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তাদের সবাইকে ১০ দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে।
[৩] ক্রিকেট দক্ষিণ আফ্রিকা শুক্রবার এক বিবৃতিতে জানায়, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলে মোট ৩৪ জনের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। আক্রান্তদের নাম অবশ্য প্রকাশ করা হয়নি। -বিডিনিউজ
[৪] যাদের ফল নেগেটিভ এসেছে তারা আগামী রোববার প্রিটোরিয়ায় একত্রিত হবেন। সেখানে এক সপ্তাহের স্কিল অনুশীলন শেষে প্রত্যেকে নিজের প্রদেশে ফিরে ৩ অগাস্ট একক অনুশীলন শুরু করবেন। আগামী ১৬ অগাস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় প্রস্তুতি ক্যাম্পের আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের আরেক দফা করোনাভাইরাস পরীক্ষা করানো হবে।
[৫] সরকার থেকে ভ্রমণের অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজ খেলার কথা দক্ষিণ আফ্রিকার মেয়েদের। - ক্রিকইনফো