আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : [২] করোনা ভাইরাস সংকটে মানুষের পাশে দাড়ানোর একক উদ্যোগ নেন বিশিষ্ট নাট্যকার শাহাদাত হোসেন খান হিলু। বিনামূল্যে অক্সিজেন সেবা দেওয়ার জন্য দুটি সিল্ডিডারের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে বৃহৎ আকারে সেবা দেওয়ার লক্ষ্যে বহুরুপী নাট্য সংস্থা ও কর্মীদের মাধ্যমে নিঃশ্বাস সংকটে মানুষের পাশে দাড়ানোর লক্ষ্য উদ্যোগ গ্রহণ করেন। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সে সকল রোগীদের অক্সিজেন দেওয়ার প্রয়োজন শুধুমাত্র তাদের ডাকে যেকোন সময় অক্সিজেন নিয়ে বাসায় হাজির হচ্ছে সংগঠনের সেচ্ছাসেবীরা।
[৩] এই সেবায় ইতিমধ্যে কিছু মানুষ উপকৃত হয়েছে। সেই সাথে এই সেবা কার্যক্রম ব্যাপক প্রশংসিত হচ্ছে।
বহুরুপী নাট্য সংস্থার কর্ণধার বিশিষ্ট নাট্যকার শাহাদাত হোসেন খান হিলু জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নিঃশ্বাস সংকটে মানুষের পাশে দাড়ানোর জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের এই সেবা কার্যক্রমে অনেকে সারা লক্ষ্য করা যাচ্ছে। দিন দিন সেবার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।