শিরোনাম
◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় ভালো নেই কামার সম্প্রদায়

মাহফুজ নান্টু: [২] কোরবানীর ঈদের প্রধান অনুষঙ্গ দা, ছুরি বটি, চাপাতি। তাই প্রতি বছর কোরবানীর ঈদে কামারদের থাকে ব্যস্ততা। অর্ডার অনুযায়ী খদ্দেরকে সরবরাহ করতে হয় কোরবানীর অনুষঙ্গ। তবে এ বছর করোনায় ভিন্ন চিত্র ফুটে উঠেছে কুমিল্লা কামার পাড়ায়। পুঁজি বিনিয়োগ করেছেন। তবে পর্যাপ্ত মুনাফা নিয়ে চিন্তিত। কারণ করোনায় পশুর হাটের অবস্থা ভালো নেই। সব মিলিয়ে চরম সমস্যায় রয়েছেন কুমিল্লার কামার সম্প্রদায়।

[৩] সরেজমিনে নগরীর চকবাজার কামারপাড়া ঘুরে ও কামারদের সাথে কথা বলে জানা যায় চিন্তিত কামররা। আর মাত্র আট দিন পরে উদযাপিত হবে কোরবানীর ঈদ তবে এ বছর করোনায় এখনো পশুর হাট জমছে না। সেই সাথে বেচাকেনা শুরু হয় নি কামারদের দোকানে।

[৪] চকবাজারের অমল কর্মকার জানান, প্রতি বছর কোরবানীর ঈদ উপলক্ষে সব কামারররা পুঁজি বিনিয়োগ করে। এ বছর তিনিও ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন। তবে বাজারের অবস্থা দেখে খুব চিন্তিত আছেন। এখনো পশুর হাট জমে উঠেনি। তাই কামারপট্টিতে আসছে না ক্রেতারা। যদি এমন অবস্থা চলমান থাকে তাহলে চকবাজারের কামারদের মানবেতর জীবন যাপন করা ছাড়া উপায় থাকবে না।

[৫] চকবাজার কর্মকার সমিতির সভাপতি মধুসুধন কর্মকার ও তার ছেলে বাবুল কর্মকার জানান, চকবাজার কামারপট্টিতে ৩২ টি দোকান আছে। প্রতি বছর কোরবানীর ইদে সবাই পুঁজি বিনিয়োগ করে। চট্টগ্রাম থেকে লোহা আনেন। দা, ছুরি, বটি, চাপাতিসহ পশু কোরবানী ও গোশত কাটার জন্য যে সব ধারালো তৈজসপত্র লাগে তারা তৈরী করেন। দোকানে সাজিয়ে রাখেন। ক্রেতারা আসেন। পছন্দ করেন। দরদাম শেষে কিনে নিয়ে যান।

[৬] কেউ বা নিজের মত করে লোহা পছন্দ করে ধারালো তৈজসপত্র অর্ডার দিয়ে যান। গত কয়েক বছর কামারপট্টির ব্যবসা ভালো যাচ্ছে না। আর তার মাঝে এ বছর করোনা নিয়ে পার করতে হচ্ছে কোরবানীর ঈদ বাজার মন্দা। সবাই খুব চিন্তিত আছে। যদি এমন অবস্থা বিরাজ করে তাহলে পুঁজি উঠানো সমস্যা হয়ে যাবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়