আনিস তপন : [২] নিজ নির্বাচনি এলাকাতে (ঢাকা -১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) ঈদ উপহার বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
[৩] আজ সকালে মনিপুরী পাড়ার নিজ বাসভবনে রাজধানীর ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের মাধ্যমে শাড়ি, লুঙ্গি, খাদ্যদ্রব্য (চাল, সেমাই, চিনি, দুধ, ডাল) ও কোরবানি দেয়ার জন্য নগদ টাকা বিতরণ করেন।
[৪] পাশাপাশি এই এলাকার মাদ্রাসাগুলোতে পশু কোরবানির লক্ষ্যে নগদ টাকাও বিতরণ করেন তিনি।
[৫] স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার।
[৬] এ সময় উপস্থিত দলীয় নেতা-কর্মীদের বিতরণ করা উপহার সামগ্রী এলাকার দু:স্থ, অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আহবান জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী