মিনহাজুল আবেদীন : [২] মৃত্যুর সঙ্গে ৮দিন পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন অগ্নিদগ্ধ গৃহবধূ জ্যোৎস্না বেগম। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
[৩] তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোড়াদাহ গ্রামে। গত ১৬ জুলাই যৌতুকের দাবিতে ওই গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী রাশেদ মোল্লা ও তার পরিবারের সদস্যরা।
[৪] গৃহবধূ জ্যোৎস্নার বড় ভাই আব্দুল জলিল শেখ বলেন, আমি আমার বোন হত্যার বিচার চাই। শরীরে কেরোসিন ঢেলে নির্মমভাবে আমার বোনকে যারা মেরেছে, তাদের দ্রæত আইনের আওতায় আনা হোক। আমরা গরিব বলে সঠিক বিচার থেকে যেন বঞ্চিত না হই।
[৫] ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম বলেন, ঘাতক রাশেদসহ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।