শিরোনাম
◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় নকল ওষুধ জব্দ, কারাদণ্ড ও জরিমানা

কুমিল্লাহ প্রতিনিধি : [২] কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল নকল ও অননুমোদিত ওষুধ জব্দ করেছে র‌্যাব-১১। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১ এই তথ্য জানায়।

[৩] র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার আলেখারচর এলাকায় অবস্থিত জেলার পাইকারি ওষুধের সবচেয়ে বড় মার্কেট ‘কুমিল্লা মেডিসিন কমপ্লেক্স’-এর ‘ফেয়ার অ্যান্ড কিউর’ নামে একটি দোকানে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এখান থেকে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে তারা। এ সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

[৪] অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। অভিযানের সময় উপস্থিত ছিলেন– র‌্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব, ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. শফিকুর রহমান প্রমুখ।

[৫] এ ছাড়া গতকাল সন্ধ্যায় সদর উপজেলার বলারামপুরে ‘ইউনাইটেড ব্রান্ডস ইন্ডাস্ট্রিজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে কোনো কেমিস্ট কোনো ছিল না। সেইসঙ্গে ভ্যাটসহ অন্যান্য কাগজপত্র না থাকায় কারখানাটির মালিক নাজমুল হাসানকে এক মাসের কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়