শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় নকল ওষুধ জব্দ, কারাদণ্ড ও জরিমানা

কুমিল্লাহ প্রতিনিধি : [২] কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল নকল ও অননুমোদিত ওষুধ জব্দ করেছে র‌্যাব-১১। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১ এই তথ্য জানায়।

[৩] র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার আলেখারচর এলাকায় অবস্থিত জেলার পাইকারি ওষুধের সবচেয়ে বড় মার্কেট ‘কুমিল্লা মেডিসিন কমপ্লেক্স’-এর ‘ফেয়ার অ্যান্ড কিউর’ নামে একটি দোকানে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এখান থেকে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে তারা। এ সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

[৪] অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। অভিযানের সময় উপস্থিত ছিলেন– র‌্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব, ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. শফিকুর রহমান প্রমুখ।

[৫] এ ছাড়া গতকাল সন্ধ্যায় সদর উপজেলার বলারামপুরে ‘ইউনাইটেড ব্রান্ডস ইন্ডাস্ট্রিজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে কোনো কেমিস্ট কোনো ছিল না। সেইসঙ্গে ভ্যাটসহ অন্যান্য কাগজপত্র না থাকায় কারখানাটির মালিক নাজমুল হাসানকে এক মাসের কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়