শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় নকল ওষুধ জব্দ, কারাদণ্ড ও জরিমানা

কুমিল্লাহ প্রতিনিধি : [২] কুমিল্লায় অভিযান চালিয়ে বিপুল নকল ও অননুমোদিত ওষুধ জব্দ করেছে র‌্যাব-১১। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) কুমিল্লা র‌্যাব-১১ এই তথ্য জানায়।

[৩] র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৬টার দিকে জেলার সদর উপজেলার আলেখারচর এলাকায় অবস্থিত জেলার পাইকারি ওষুধের সবচেয়ে বড় মার্কেট ‘কুমিল্লা মেডিসিন কমপ্লেক্স’-এর ‘ফেয়ার অ্যান্ড কিউর’ নামে একটি দোকানে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এখান থেকে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করে তারা। এ সময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

[৪] অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। অভিযানের সময় উপস্থিত ছিলেন– র‌্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-২-এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব, ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. শফিকুর রহমান প্রমুখ।

[৫] এ ছাড়া গতকাল সন্ধ্যায় সদর উপজেলার বলারামপুরে ‘ইউনাইটেড ব্রান্ডস ইন্ডাস্ট্রিজ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে কোনো কেমিস্ট কোনো ছিল না। সেইসঙ্গে ভ্যাটসহ অন্যান্য কাগজপত্র না থাকায় কারখানাটির মালিক নাজমুল হাসানকে এক মাসের কারাদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়