স্বপন দেব : [২] মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌরসভা কোরবানির পশুর হাট পরিদর্শন করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বুধবার (২২ জুলাই) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ টি মামলায় ৪ হাজার টাকা অর্থদন্ড করে ও তা আদায় করা হয়।
[৩] কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পৌরসভা কোরবানির পশুর হাটে মাস্ক ব্যবহার না করায় ৪ টি মামলা করা হয়েছে। এভাবে পশুর হাট মানুষজন চলাফেরা করলে করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকির সৃষ্টি হবে। তাই জন সচেতনতা সৃষ্টির জন্য এধরণের অভিযান অব্যাহত থাকবে।
[৪] এছাড়া একই দিনে কুলাউড়া পৌরসভার বাদে মনসুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে এবং মেয়াদউত্তীর্ন পন্য সংরক্ষণ করায় ১ জনসহ মোট ৫ টি মামলায় ১২ হাজার ২শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
[৫] অপর দিকে মৌলভীবাজার জেলা শহরের চৌমুহনা পয়েন্ট, শমসেরনগর রোড, সেন্ট্রাল রোড এবং বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় মাস্ক না থাকাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার কারণে দন্ডবিধি ১৮৬০ এর ৪টি মামলায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ ১টি মামলায় সর্বমোট ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে৷