শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজার ও কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৯ হাজার ২শ’ টাকা অর্থদন্ড

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌরসভা কোরবানির পশুর হাট পরিদর্শন করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বুধবার (২২ জুলাই) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ টি মামলায় ৪ হাজার টাকা অর্থদন্ড করে ও তা আদায় করা হয়।

[৩] কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পৌরসভা কোরবানির পশুর হাটে মাস্ক ব্যবহার না করায় ৪ টি মামলা করা হয়েছে। এভাবে পশুর হাট মানুষজন চলাফেরা করলে করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকির সৃষ্টি হবে। তাই জন সচেতনতা সৃষ্টির জন্য এধরণের অভিযান অব্যাহত থাকবে।

[৪] এছাড়া একই দিনে কুলাউড়া পৌরসভার বাদে মনসুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম। এ সময় মুখে মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে এবং মেয়াদউত্তীর্ন পন্য সংরক্ষণ করায় ১ জনসহ মোট ৫ টি মামলায় ১২ হাজার ২শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।

[৫] অপর দিকে মৌলভীবাজার জেলা শহরের চৌমুহনা পয়েন্ট, শমসেরনগর রোড, সেন্ট্রাল রোড এবং বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় মাস্ক না থাকাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার কারণে দন্ডবিধি ১৮৬০ এর ৪টি মামলায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ ১টি মামলায় সর্বমোট ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়