এল আর বাদল : [২] আইপিএলের আগেই ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলিরা। অন্তত তেমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, আইপিএলের মতো দীর্ঘ টুর্নামেন্টে নামার আগে ক্রিকেটারদের ফিটনেস যাচাই করে নিতে একটা ছোট্ট আন্তর্জাতিক সিরিজের আয়োজন করতে পারে বিসিসিআই। আগস্টের শেষের দিকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি টি-২০ ম্যাচ খেলতে হতে পারে ভারত।
[৩] বিসিসিআইয়ের স্পনসর এবং ব্রডকাস্টাররাও চাইছেন আইপিএলে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলুন বিরাটরা।
[৪] উল্লেখ্য, আইপিএলের সূচি এখনও চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ২৬ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এই মেগা টুর্নামেন্ট শুরু হতে পারে। তার আগে ক্রিকেটারদের অন্তত সপ্তাহ তিনেকের অনুশীলন প্রয়োজন। কারণ দীর্ঘ লকডাউনে কেউই অনুশীলন করতে পারেননি সেভাবে। পুরোপুরি ম্যাচ ফিট না হয়ে টুর্নামেন্টে নামলে চোট পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেসব এড়াতেই দীর্ঘ অনুশীলনের ভাবনা। এর স্পনসররা চাইছে এসবের ফাঁকেই আগস্টের শেষের দিকে ছোট্ট একটা সিরিজ আয়োজন করতে। তাতে ক্রিকেটারদেরই উপকার। তবে কোনওকিছুই চূড়ান্ত নয়। আপাতত ক্রিকেটাররা আহমেদাবাদের মোটেরা স্টেডিয়ামে বায়ো-সিকিওর পরিবেশে অনুশীলন করবেন। - ইন্ডিয়ান এক্সপ্রেস