এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : [২] চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকা থেকে বিশ্বজিৎ আর্চায্য নামে এক ভুয়া হোমিও চিকিৎসককে আটক করেছে র্যাব। আটক বিশ্বজিৎ উত্তর কাট্রলি (ছোট কালী বাড়ী) মৃত ভাস্কর আশ্চর্য্যের ছেলে।
[৩] হোমিওপ্যাথিক চিকিৎসার রেজিষ্ট্রেশন নেই। ‘করোনা ভাইরাসের প্রতিষেধক’ দাবি করে প্রতারণা করছিলেন ঐ চিকিৎসক। এমন প্রতারণার অভিযোগে মঙ্গলবার (২১জুলাই) রাতে তাকে আটক করা হয়।
[৪] র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
[৫] তিনি বলেন, নগরের কর্নেলহাট এলাকায় করোনার প্রতিষেধক বলে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে বিশ্বজিৎকে আটক করা হয়েছে। হোমিও চিকিৎসা দিতে হোমিওপ্যাথিক বোর্ডের রেজিষ্ট্রেশন প্রয়োজন হলেও সেটি তার ছিলনা।