কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া চর কর্নেশনা এলাকায় পদ্মা নদীতে সোমবার দিবাগত মধ্য রাতে জেলে জয়নাল হালদারের জালে ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির পাঙ্গাস মাছ ধরা পড়ে।
[৩] মঙ্গলবার সকালে মাছটি দৌলতদিয়া ঘাট বাজারে দুলাল মন্ডলের আড়ৎ থেকে নিলামে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১২শ টাকা কেজি দরে মাছটি কিনে নেয়। এ সময় বিশাল আকৃতির পাঙ্গাস মাছটি দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের পল্টুনের সাথে বেঁধে রাখলে উৎসুক জনতা সেটা দেখতে ভিড় জমায়।
[৪] জেলে জয়নাল হালদার জানান, ‘বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় গত কয়েক দিন তেমন কোন মাছ ধরা পড়ছিলো না। আজ ভোরে পদ্মা নদীর ভাটিতে চর কর্নেশনা এলাকায় জাল ফেললে পাঙ্গাশ মাছ টি ধরা পড়ে। মাছ টি পেয়ে তাজা অবস্থায় দৌলতদিয়া বাজারে মৎস্য আড়তে নিয়ে এসে বিক্রি করি”।
[৫] মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, ‘দৌলতদিয়া বাজারের মন্ডল আড়ৎ থেকে ২৫ কেজি ২শ গ্রাম ওজনের পাঙ্গাস মাছটি প্রতি কেজি ১২শ টাকা দরে মোট ৩০হাজার ২শ ৪০টাকা দিয়ে কিনে নিয়েছি। মাছটি বেশী দামে বিক্রির আশায় ক্রেতাদের আকৃষ্ট করতে মোবাইলে ছবি তুলে দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সাথে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির নিকট প্রতি কেজি ১৩শ ৫০টাকা দরে মোট ৩৪হাজার ২০টাকায় বিক্রি করেছি”।
[৬] গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, “ এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় ধরনের মাছ পাওয়া যাবে, তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ এখন খুব একটা দেখা যায় না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে”। সম্পাদনা: সাদেক আলী