শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২১ জুলাই, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে মুচলেকা ভঙ্গ করে বাল্য বিয়ে দিলেন ইউপি সদস্য হিরন

তাড়াশ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জের তাড়াশে মুচলেকা নিয়ে সুমাইয়া খাতুন নামে এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। তাকে রেখে আসা হয় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হিরনের জিম্মায়। অতঃপর...

[৩] ঘটনা সূত্রে জানা যায়, গত বুধবার তালম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও উপজেলার কলাকোপা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনের (১৪) বিয়ে উপলক্ষে রীতিমতো প্যান্ডেল সাঁজিয়ে এবং গরু জবাই করে ভুড়িভোজের মাধ্যমে বিয়ের আয়োজন করা হয়। তবে যথা সময়ে ওই বিয়ে বাড়িতে হাজির হোন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী ঝরনা খাতুন ও তাড়াশ থানার এস আই আমিনুল ইসলাম।

[৪] তাদের হস্তক্ষেপে বন্ধ হয় বাল্যবিয়ে। পরবর্তীতে কোনো রকমরে কৌশল অবলম্বন করে যাতে সুমাইয়ার বিয়ে না দেওয়া হয় তা নিশ্চিত করতে তাকে তালম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হিরনের জিম্মায় রেখে আসা হয়। কিন্তু তিনি মুচলেকা ভঙ্গ করে সেই রাতেই একই ইউনিয়নের তারটিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে আলামিনের (২২) সাথে বিয়ের কার্যক্রম সম্পন্ন করে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন।

[৫] অভিযুক্ত ইউপি সদস্য হাবিবুর রহমান হিরন মুচলেকা ভঙ্গের বিষষটি স্বীকার করে জানান, “তিনি একজন জন প্রতিনিধি। জনস্বার্থে তার অনেক কিছুই করতে হয়।”

[৬] এদিকে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী ঝরনা খাতুন জানিয়েছেন, বিষয়টি দু:খজনক। তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ বরাবর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলবেন।

[৭] সহকারী কমিশনার (ভূমি) ও এজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানিয়েছেন, ব্যবস্থা গ্রহণের লক্ষে তিনি দ্রুততম সময়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইফ্ফাত জাহানের সঙ্গে আলোচনায় বসবেন। এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার ইফ্ফাত জাহান বলেন, সার্বিক ঘটনার সত্যতা যাচাই করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়