শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খিলগাঁওয়ে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কসাই রাজীব নিহত

সুজন কৈরী : [২] রোববার রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের পশ্চিম নাগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের এডিসি মো. শাহিদুর রহমান জানান, রাতে পশ্চিম নাগদারপাড়ের মীম মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনের পাকা রাস্তার ফাঁকা জায়গায় বিশেষ অভিযান চালানো হয়। ওই সময় ৫/৬ অজ্ঞাতনামা সন্ত্রাসী পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে অজ্ঞাত এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৪] পুলিশের এ কর্মকর্তা বলেন, অজ্ঞাতনামা ওই সন্ত্রাসীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি রামপুরা ও খিলগাঁও এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. রাজিব।

[৫] গোলাগুলির ঘটনায় গোয়েন্দা পুলিশের এএসআই মো. শাহ আলম মন্ডল ও এএসআই মো. আতিকুর রহমান আহত হন। তাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

[৬] নিহত রাজিবের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ২৫ টিরও অধিক মাদক ও অস্ত্র আইনের মামলা রয়েছে। গোলাগুলির ঘটনায় খিলগাঁও থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়