শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ২০ জুলাই, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খিলগাঁওয়ে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কসাই রাজীব নিহত

সুজন কৈরী : [২] রোববার রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের পশ্চিম নাগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের এডিসি মো. শাহিদুর রহমান জানান, রাতে পশ্চিম নাগদারপাড়ের মীম মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনের পাকা রাস্তার ফাঁকা জায়গায় বিশেষ অভিযান চালানো হয়। ওই সময় ৫/৬ অজ্ঞাতনামা সন্ত্রাসী পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে অজ্ঞাত এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৪] পুলিশের এ কর্মকর্তা বলেন, অজ্ঞাতনামা ওই সন্ত্রাসীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি রামপুরা ও খিলগাঁও এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. রাজিব।

[৫] গোলাগুলির ঘটনায় গোয়েন্দা পুলিশের এএসআই মো. শাহ আলম মন্ডল ও এএসআই মো. আতিকুর রহমান আহত হন। তাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

[৬] নিহত রাজিবের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ২৫ টিরও অধিক মাদক ও অস্ত্র আইনের মামলা রয়েছে। গোলাগুলির ঘটনায় খিলগাঁও থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়