শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোমূত্র পান করেন বলেই সুস্থ থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ!

সিরাজুল ইসলাম : [২] তিনি আরও দাবি করেন, সুস্থ থাকার জন্য গোমূত্র শরীরের ইমিউনিটি বৃদ্ধি করে। বৃহস্পতিবার দুর্গাপুরে চা চক্রে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

[৩] দিলীপ ঘোষ বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি। গত বছরের নভেম্বরে গরুর দুধে সোনা সোনা পাওয়া যায় বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার প্রাত:ভ্রমণে চা চক্রে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। লকডাউন খোলার পরই মদের দোকান চালু হয়েছে। তার জেরে কী হয়েছে, দেখতে পাচ্ছেন তো? যারা মদ খায় তারা খাবে। আমরা গোমূত্র, গরুর দুধ পান করবো।

[৪] তৃণমূল কংগ্রেসকে গাধার সঙ্গে তুলনা করে দিলীপ ঘোষ বলেন, তোমরা বোতলে ভরা মদ পান করো, আমরা গোমূত্র পান করে ভালো থাকবো। আমরা গরুকে মা বলি, সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না! দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, আপাতত এক বছর কোনও পার্টি-টার্টি করবেন না। শুধু আয়ুর্বেদিক সেবন করুন। মনে করুন এক বছর উপবাস করছেন। তাহলেই আপনি, আপনার পরিবার আর সমাজ সুস্থ থাকবে।

[৫] নভেম্বরে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি গরু গো মাতা নয়। আমাদের দেশি গরুর পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গরুর দুধের রং সোনালি হয়। আর বিদেশি গরু তো হাম্বা হাম্বাও ডাকে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়