শিরোনাম
◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি ◈ সকাল ৬টায় ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশগামীরা নমুনা দেয়ার পর সংক্রমিত হতে পারে, এদের চিহ্নিত করা অসম্ভব

লাইজুল ইসলাম : [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কেন্দ্রের সহযোগি পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, এটি কিভাবে বন্ধ করবেন আমরা বুঝতে পারছি না। ৭২ ঘন্টার যে সময় নির্ধারণ করা হয়েছে তাতেও সম্ভব না। কেউ যদি নমুনা দিয়ে বাসায় যাওয়ার সময় সংক্রমিত হয়। রিপোর্ট হাতে আসবে নেগেটিভ। তখন সে বিদেশ যাবে। বিদেশের মাটিতে পা দেয়ার পর ধরা পরবে করোনা পজেটিভ। এমন হয়েছে বিদেশগামি প্রবাসীদের।

[৩] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, একজন যাত্রী যেকোনো সময় কোভিড-১৯ সংক্রমিত হতে পারে। এক্ষেত্রে নিশ্চিত করে বলা সম্ভব না কে কখন সংক্রমিত হচ্ছে। ৭২ ঘণ্টা বা ৯৬ ঘণ্টা যাই বলেন, এমন কোনো পদ্ধতি নেই যেটাতে নিশ্চিত করে বলা যাবে যাত্রীরা করোনা পজেটিভ না।

[৪] কোভিড সংক্রমিত রোগিদের যাওয়া নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক উঠেছে বাংলাদেশ বিমানের বিষয়ে। এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, আমরা শুধু সরকারের নির্দেশনা পালন করেছি। যারা নেগেটিভ রেজাল্ট নিয়ে এসেছেন তাদের আমরা নিয়ে গেছি। তাছাড়া, কে কখন সংক্রমিত হয়েছে তা কেউ বলতে পারবে না। নেগেটিভ থাকা কালিন নমুনা টেস্ট হয়েছে। এরপর কোনো ভাবে সংক্রমিত হয়েছেন। এটাতে কিভাবে কি করবেন।

[৫] কোভিড চিকিৎসার সঙ্গে জড়িত চিকিৎসকরা বলেন, কোনো ভাবেই বোঝার উপায় নেই কে কখন সংক্রমিত হচ্ছেন। কারণ এই ভাইরাস বাতাসেও উড়ছে। তাই নমুনা দেয়ার পরও কোভিড সংক্রমিত হতে পারেন। বিদেশ গামি যাত্রীদের অতি শতর্ক হওয়া জরুরী। নমুনা দেয়ার পর থেকে এই সাবধানতা অবলম্বন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়