ইমরুল শাহেদ : [২] পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিআইএআইএল) ব্যবস্থাপনা পরিচালক নজিব সামি বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলি স্ট্যান্ডিং কমিটিকে এ তথ্য জানান। বেসরকারিকরণের ক্ষেত্রে রুজভেল্ট হোটেলটির বিষয়টি নতুন দিকে মোড় নিল। এক্সপ্রেস ট্রিবিউন, ডন
[৩] সামি বলেন, ‘হোটেলটি গত ৯৯ বছর থেকেই লাভজনক ছিল। কিন্তু গত বছর লোকসান দিয়েছে ১.৫ মিলিয়ন ডলার। বিগত বছরগুলোতে হোটেলটি পিআইএকে ৫০ মিলিয়ন ডলার ধার দিয়েছে এবং লভ্যাংশ হিসেবে দিয়েছে ২৫ মিলিয়ন ডলার।’
[৪] পিআইএআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, পর্যটন খাতে যখন দারুণ অর্থনৈতিক মন্দা চলছে তখন কোনো প্রকার বেসরকারিকরণ লেনদেনে না যাওয়াই ভালো।
[৫] পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নেতা খাজা আসিফ বলেন, ‘আমার জানা মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোটেলটি কিনতে চেয়েছিলেন। একবার কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য তাকে বিশেষভাবে নিমন্ত্রণও করা হয়েছিল।
[৬] প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও প্রতিরক্ষামন্ত্রী স্ট্যান্ডিং কমিটির সদস্য নন। তবে নজিব সামি বলেন, ট্রাম্প এখনও হোটেলটি কিনতে আগ্রহী।
[৭] ট্রাম্প হোটেলটি কিনতে চাওয়ায় পাকিস্তান সরকার সেটিকে বেসরকারিকরণের উদ্যোগ নিয়েছে বলে যে গুজব রটেছিল, সামি ও খাজার সাক্ষ্যতে সে গুজব সত্য বলে মনে হচ্ছে বলে অনেকে মনে করেন। কারণ ট্রাম্পকে বলা হয় রিয়ালস্টেট টাইকুন।
[৮] তবে ক্যাবিনেট কমিটি অন প্রাইভেটাইজেশন এ মাসের শুরুর দিকে হোটেলটি বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তে তারা হোটেলটির ব্যবসা যৌথ মালিকানাধীন করে চালাতে চায়।