মিনহাজুল আবেদীন : [২] নগরের আগ্রাবাদ এলাকার জাম্মুরি পার্ক থেকে ধর্ষণ মামলার এক পলাতক আসামি ও ইপিজেড ব্যাংক কলোনী এলাকা থেকে শিশুদের যৌন নির্যাতনের দায়ে ১ জনসহ মোট ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাংলানিউজ
[৩] মঙ্গলবার পৃথক অভিযানে জাম্মুরি পার্ক এলাকা থেকে ইপিজেড ব্যাংক কলোনী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
[৪] আটক ২ জন হলো- বাঁশখালী উপজেলার পশ্চিম চেচুরিয়া এলাকার আহম্মদ জমিরের ছেলে আবু তালেব (৪৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তেতুলবাড়িয়া এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২২)। জাগোনিউজ
[৫] এদের মধ্যে আবু তালেব গত ২৭ এপ্রিল বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায় এক তরুণীকে গণধর্ষণ মামলার পলাতক আসামি এবং মো. সাইফুল ইসলাম ইপিজেড ব্যাংক কলোনী এলাকায় দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বলে জানিয়েছে র্যাব। বাংলাট্রিবিউন
[৬] র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান মামুন বলেন, আগ্রাবাদ এলাকার জাম্মুরি পার্ক থেকে গত ২৭ এপ্রিল বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায় এক তরুণীকে গণধর্ষণ মামলার পলাতক আসামি আবু তালেবকে আটক করা হয়েছে। আবু তালেব ধর্ষণ মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি। তবে ধর্ষণ মামলার মূল আসামি আবদুল মজিদ গত ১৫ জুন র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। প্রিয়.কম