শিরোনাম
◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের ◈ ফুটবল ফেডা‌রেশন বিসিবির কাছে প‌রিচালক আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে  ◈ বাংলাদেশ-ভারত ম্যাচের গ্যালারির টিকিট ৬ মি‌নি‌টেই শেষ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনুমোদনের জন্য আজ একনেকে উঠছে ৮ প্রকল্প

সাইদ রিপন : [২] চলতি অর্থবছরে দ্বিতীয়বারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। করোনাকালীন সব একনেকই ভার্চুয়াল পদ্ধতিতে হয়েছে। এবারও গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন বৈঠকে সভাপতিত্ব করবেন। সকাল ১০টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয় হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

[৩] গণভবন থেকে প্রধানমন্ত্রীর সাথে পরিকল্পনামনন্ত্রী এম এ মান্নান শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত অন্য মন্ত্রী ও সচিবদের সাথে যুক্ত হবে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

[৪] একনেকে অনুমোদনের জন্য উপস্থাপিত হতে যাওয়া প্রকল্পগুলো হচ্ছেÑসমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্প, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুনভাবে ১৮টি ওয়ার্ডেও সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়ন-ফেজ-১, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের ডিজিটাল জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিকরণ, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও রংপুর জোন (প্রথম সংশোধিত) প্রকল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়