যশোর প্রতিনিধি: [২] জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে সোমবার (১৩ জুলাই) ১৮৯ টি নমুনা পরীক্ষা করে ৬৮ টি পজিটিভ শনাক্ত হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তিনটি ফলোআপ ছিলো।
[৩] একই দিন যবিপ্রবির ল্যাবে ২৪৯ টি নমুনা পরীক্ষায় ৯৭ টি রিপোর্ট পজিটিভ ও ১৫২ টি নেগেটিভ শনাক্ত হয়েছে।
[৪] যবিপ্রবির ল্যাবের পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, যশোরে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন, মাগুরায় ৪৯ জনের নমুনা পরীক্ষায় ২১ জন, বাগেরহাটের ১১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে ড. শিরিন নিগার জানিয়েছেন।
[৫] যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।
[৬] স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, ১২ জুলাই রোববার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট ৯৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন। সোমবার ৬৫ জন যোগ হওয়ায় এই সংখ্যা দাঁড়ালো এক হাজার ৪৯। এদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৪৯৬ জন। সম্পাদনা: জেরিন আহমেদ