রাজু চৌধুরী : [২] মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
[৩] সোমবার (১৩ জুলাই) ভোরে রাজারবাগের কেন্দ্রিয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
[৪] সিএমপি সূত্র জানায়, করোনা ভাইরাস প্রতিরোধের এই সম্মুখযোদ্ধা নগরবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ ছিলেন। জনসাধারণের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষা, লকডাউন কার্যকর, সচেতনতা সৃষ্টি, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও ত্রাণবিতরণ ইত্যাদি ক্ষেত্রে সরাসরি মাঠ পর্যায়ে থেকে তদারকি করেছেন।
[৫] গত ২৩ জুন থেকে ডিবির উপ কমিশনার মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হন। তারপর থেকে তিনি রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্পাদনা: জেরিন