শিরোনাম
◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন করে ফেরত পেলেন ভুলে ট্রেনে ফেলে আসা ল্যাপটপ ও ব্যাগ

সুজন কৈরী : [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা সার্ভিসের পরির্দশক আনোয়ার সাত্তার বলেন, রোববার রাতে ৯৯৯ নম্বরে ঢাকার এয়ারপোর্ট থেকে ফয়জুল (৩২) নামের একজন ফোন করে জানান, তিনি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসে বিমানবন্দর রেল স্টেশনে নেমে পড়েন। ভুল করে তিনি একই রকম দেখতে অন্য আরেক জনের ব্যাগ নিয়ে তার নিজের ব্যাগটি ট্রেনে ফেলে ট্রেন থেকে নেমে যান। তার ব্যাগের ভেতরে একটি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ও অফিসের দরকারী কাগজপত্র রয়েছে।

[৩] বারডেম হাসপাতালে কর্মরত ফয়জুল বলেন, ল্যাপটপটি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। হাসপাতালের অনেক দরকারী তথ্য, ডাটা, হিসাব সব ল্যাপটপে সংরক্ষিত আছে। ল্যাপটপটি হারিয়ে গেলে তিনি খুব বিপদে পড়ে যাবেন। তিনি ৯৯৯ এর কাছে ব্যাগ এবং ল্যাপটপটি উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

[৪] আনোয়ার সাত্তার বলেন, ফয়জুলকে কমলাপুর রেলওয়ে থানার ডিউট অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়। রেলওয়ে থানা থেকে কলারের বগি নাম্বার ও সীট নাম্বার ওই ট্রেনের দায়িত্ব পালনরত রেল পুলিশের দলকে জানানো হয়। দলটি দ্রুত গিয়ে ফয়জুলের ল্যাপটপ ও ব্যাগটি উদ্ধার করে। সেইসঙ্গে ফয়জুল ভুলে যার ব্যাগ নিয়ে নেমে গিয়েছিলেন, তাকে চিহ্নিত করা হয়। পরে কমলাপুর রেলওয়ে থানায় ফয়জুলকে ডেকে প্রমাণ সাপেক্ষে ল্যাপটপ ও ব্যাগ বুঝিয়ে দেয়া হয় এবং তার কাছ থেকে ভুল করে নেয়া অপর যাত্রীর ব্যাগটি নিয়ে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়