শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন করে ফেরত পেলেন ভুলে ট্রেনে ফেলে আসা ল্যাপটপ ও ব্যাগ

সুজন কৈরী : [২] পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা সার্ভিসের পরির্দশক আনোয়ার সাত্তার বলেন, রোববার রাতে ৯৯৯ নম্বরে ঢাকার এয়ারপোর্ট থেকে ফয়জুল (৩২) নামের একজন ফোন করে জানান, তিনি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসে বিমানবন্দর রেল স্টেশনে নেমে পড়েন। ভুল করে তিনি একই রকম দেখতে অন্য আরেক জনের ব্যাগ নিয়ে তার নিজের ব্যাগটি ট্রেনে ফেলে ট্রেন থেকে নেমে যান। তার ব্যাগের ভেতরে একটি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ও অফিসের দরকারী কাগজপত্র রয়েছে।

[৩] বারডেম হাসপাতালে কর্মরত ফয়জুল বলেন, ল্যাপটপটি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। হাসপাতালের অনেক দরকারী তথ্য, ডাটা, হিসাব সব ল্যাপটপে সংরক্ষিত আছে। ল্যাপটপটি হারিয়ে গেলে তিনি খুব বিপদে পড়ে যাবেন। তিনি ৯৯৯ এর কাছে ব্যাগ এবং ল্যাপটপটি উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

[৪] আনোয়ার সাত্তার বলেন, ফয়জুলকে কমলাপুর রেলওয়ে থানার ডিউট অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়। রেলওয়ে থানা থেকে কলারের বগি নাম্বার ও সীট নাম্বার ওই ট্রেনের দায়িত্ব পালনরত রেল পুলিশের দলকে জানানো হয়। দলটি দ্রুত গিয়ে ফয়জুলের ল্যাপটপ ও ব্যাগটি উদ্ধার করে। সেইসঙ্গে ফয়জুল ভুলে যার ব্যাগ নিয়ে নেমে গিয়েছিলেন, তাকে চিহ্নিত করা হয়। পরে কমলাপুর রেলওয়ে থানায় ফয়জুলকে ডেকে প্রমাণ সাপেক্ষে ল্যাপটপ ও ব্যাগ বুঝিয়ে দেয়া হয় এবং তার কাছ থেকে ভুল করে নেয়া অপর যাত্রীর ব্যাগটি নিয়ে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়