শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এগিয়ে থেকেও হেরে গেলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : [২] টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে এগিয়ে থেকেও জিততে পারেনি আর্সেনাল। ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে জোসে মরিনিয়োর দল।

[৩] টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্বাগতিক দল। আলেকসঁদ লাকাজেত আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান সন হিয়ুং-মিন। শেষ দিকে জয়সূচক গোলটি করেন টবি আল্ডারভাইরেল্ড।
এমিরেটস স্টেডিয়ামে দুই দলের প্রথম পর্বের লড়াই ২-২ ড্র হয়েছিল। ম্যাচের ষোড়শ মিনিটে দারুণ এক গোলে আর্সেনালকে লিড এনে দেন লাকাজেত। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বাঁ পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড।

[৩] দুই মিনিট পরই নিজেদের ভুলে গোল হজম করে সফরকারীরা। দাভিদ লুইসকে লক্ষ্য করে সেয়াদ কোলশিনাচের দেওয়া ব্যাক-পাস পেয়ে যান সন। সঙ্গে লেগে থাকা লুইসকে পেছনে ফেলে এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড।

[৪] ৩১তম মিনিটে এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে ডিফেন্ডার বেন ডেভিসের জোরালো শট ফেরে ক্রসবারে লেগে।

[৫] বিরতির পর ৫৮তম মিনিটে ভাগ্যের জোরে বেঁচে যায় টটেনহ্যামও। পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের জোরালো শট ফেরে ক্রসবারের নিচের দিকে লেগে। ৭৯তম মিনিটে অবামেয়াংয়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক উগো লরিস। এর পরপরই টটেনহ্যামকে এগিয়ে নেন আল্ডারভাইরেল্ড। সনের কর্নার থেকে আসা বল হেডে জালে পাঠান এই বেলজিয়ান ডিফেন্ডার। জয়ের হাসিতে মাঠ ছাড়ে মরিনিয়োর দল।

[৬] ৩৫ ম্যাচে ১৪ জয় ও ১০ ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে টটেনহ্যাম। সমান ম্যাচে ১২ জয় ও ১৪ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নেমে গেছে আর্সেনাল। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়