শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের তথ্য গোপন করেছিল চীন: ড. লি মেং ইয়াং

দেবদুলাল মুন্না:[২] লি-মেং ইয়ান হংকংয়ের স্কুল অব পাবলিক হেলথের ভাইরোলজি ও ইমিউনোলজি বিষয়ক বিশেষজ্ঞ। প্রাণনাশের হুমকিতে হংকংয়ের এ ভাইরাস বিশেষজ্ঞ এখন নিজের দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। তিনি গতকাল ফক্স নিউজকে এ কথা বলেন।

[৩] তিনি দাবি করেন, চীনে কোভিডের বিস্তার ডিসেম্বরে হয়নি। তারও আগে হয়েছিল। চীন সেটা গোপন করার চেষ্টাও করেছিল। কিন্তু ডিসেম্বরে তথ্য ফাঁস হয়ে যায়। আমি তখন একজন ভাইরাস বিশেষজ্ঞ হিসেবে চীনে কাজ করতাম। বহু রোগীই ঠিক মতো চিকিৎসাসেবা পাচ্ছিল না। উহানে শুরুর দিকে যারা কোভিডে মারা গেছেন এদের তথ্য মৃতের তালিকায়ই রাখেনি চীন। এ গোটা ঘটনাই জানতেন হু-এর অনুমোদিত গবেষণাগারের প্রধান প্রফেসর মালিক পেইরিস। আমি পেইরিস’কে জানিয়েছিলাম। কিন্তু তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

[৪] তিনি বলেন, একটা পর্যায়ে ‘বিদেশিদের’ কাজ বন্ধ করে দেয় চীন। হংকংয়ের বাসিন্দা হয়েও কাজ চালিয়ে যাওয়ার অধিকার ছিল না তার।

[৫] তিনি জানান , কোভিড নিয়ে গবেষণা করা ও এসব কথা জানতেন বলেই তাকে ফোনে হুমকি দেওয়া হয়। পরে তিনি দেশত্যাগে বাধ্য হন।

[৬] নভেল করোনাভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে প্রথম থেকেই তথ্য গোপনের অভিযোগ জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়