শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংকটে প্রকাশনা শিল্প, অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে প্রকাশকরা

শিমুল মাহমুদ : [২] প্রকাশকদের বইয়ের কাজ মূলত বইমেলাকে কেন্দ্র করে আবর্তিত হয়। বিনিয়োগের কিছু অংশ মেলা থেকে উঠে আসলেও মূল অংশ আসে বছরব্যাপী ঢাকা এবং ঢাকার বাইরে বিক্রি থেকে। তাই মার্চ থেকে এপ্রিল মাসে ঢাকার বাহিরে বই পাঠানোর প্রক্রিয়ায় ব্যস্ত থাকেন প্রকাশকরা। এবার সে সময়টা নষ্ট হয়েছে কোভিড প্রভাবে ।

[৩] বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, এ শিল্পের সাথে জড়িত ৫০ হাজারের বেশি মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। করোনায় প্রকাশনা খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি টাকায়। ফলে অনেক প্রকাশকদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন।

[৪] প্রথমা প্রকাশন ব্যবস্থাপক জাফর আহমদ রাশেদ বলেন, সারাবছর বইয়ের কাজ হয় না। মেলার পরে প্রেস ও বাঁধাইখানায় লোক কমিয়ে দেওয়া হয়।

[৬] বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাস বলেন, অনলাইনে বই বিক্রি কিছুটা হলেও বুক ক্যাফেতে কিন্তু খুব বেশি মানুষ আসছেন না।

[৭] রকমারি’র হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনবাউন্ড মার্কেটিং মাহমুদুল হাসান সাদি বলেন, মে থেকে ভর্তি ও নিয়োগ পরীক্ষার সহায়ক বইগুলো ভালো বিক্রি হচ্ছে। যেহেতু অনেকেই গত বইমেলার বই সংগ্রহ করতে পারেননি, তারাই মূলত বই কিনছেন।

[৮] প্রকাশক সমিতির সভাপতি বলেন, প্রকাশকদের আসলে অনলাইন ব্যবসা নেই। দেশের কিছু অনলাইন প্রতিষ্ঠান আছে যারা প্রকাশকদের কাছ থেকে বই নিয়ে বিক্রি করে থাকে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়