শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংকটে প্রকাশনা শিল্প, অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে প্রকাশকরা

শিমুল মাহমুদ : [২] প্রকাশকদের বইয়ের কাজ মূলত বইমেলাকে কেন্দ্র করে আবর্তিত হয়। বিনিয়োগের কিছু অংশ মেলা থেকে উঠে আসলেও মূল অংশ আসে বছরব্যাপী ঢাকা এবং ঢাকার বাইরে বিক্রি থেকে। তাই মার্চ থেকে এপ্রিল মাসে ঢাকার বাহিরে বই পাঠানোর প্রক্রিয়ায় ব্যস্ত থাকেন প্রকাশকরা। এবার সে সময়টা নষ্ট হয়েছে কোভিড প্রভাবে ।

[৩] বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, এ শিল্পের সাথে জড়িত ৫০ হাজারের বেশি মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। করোনায় প্রকাশনা খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি টাকায়। ফলে অনেক প্রকাশকদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন।

[৪] প্রথমা প্রকাশন ব্যবস্থাপক জাফর আহমদ রাশেদ বলেন, সারাবছর বইয়ের কাজ হয় না। মেলার পরে প্রেস ও বাঁধাইখানায় লোক কমিয়ে দেওয়া হয়।

[৬] বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাস বলেন, অনলাইনে বই বিক্রি কিছুটা হলেও বুক ক্যাফেতে কিন্তু খুব বেশি মানুষ আসছেন না।

[৭] রকমারি’র হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনবাউন্ড মার্কেটিং মাহমুদুল হাসান সাদি বলেন, মে থেকে ভর্তি ও নিয়োগ পরীক্ষার সহায়ক বইগুলো ভালো বিক্রি হচ্ছে। যেহেতু অনেকেই গত বইমেলার বই সংগ্রহ করতে পারেননি, তারাই মূলত বই কিনছেন।

[৮] প্রকাশক সমিতির সভাপতি বলেন, প্রকাশকদের আসলে অনলাইন ব্যবসা নেই। দেশের কিছু অনলাইন প্রতিষ্ঠান আছে যারা প্রকাশকদের কাছ থেকে বই নিয়ে বিক্রি করে থাকে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়