শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড ঠেকাতে ব্যর্থতা: সার্বিয়ায় পার্লামেন্টে হামলার চেষ্টা ‘জনতার’

ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে টানা চারদিন বড় ধরনের বিক্ষোভ দেখল সার্বিয়া। শুক্রবার রাতে দেশটির পার্লামেন্টে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। দেশ রূপান্তর

আলজাজিরা জানায়, সার্বিয়ার জনগণ করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচকে দায়ী করছে। এ নিয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ চালিয়েছে তারা।

করোনায় সামাজিক দূরত্ব বিধিনিষেধ ভঙ্গ করে শুক্রবার রাতে মধ্য বেলগ্রেডে দেশটির পার্লামেন্টের সামনে সরকার বিরোধী বিক্ষোভ করে মানুষ।

এসময় তারা পার্লামেন্টের দিকে পাথর ও বোতল ছুড়ে মারে। পুলিশি বাধা ও ধাতব বেড়া অপসারণ করতে সেখানে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টাও করে বিক্ষোভকারীরা।

পুলিশ শুরুতে পার্লামেন্টের সামনে থেকে ঠেলে সরিয়ে দেয় তাদের। পার্লামেন্টে ঢুকতে না পেরে বিক্ষোভকারীরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠে।

এক পর্যায়ে বিক্ষোভকারীদের মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীদের হামলায় আহত হয়েছেন অনেক সাংবাদিক।

একইদিন প্রেসিডেন্ট ভুচিচ জানান যে, করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের ফলে রাজনৈতিক ক্ষমতা নিয়ে হারানো নিয়ে তিনি উদ্বিগ্ন নন। বিক্ষোভের কারণে সামাজিক দূরত্ব লঙ্ঘন হওয়ায় প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিন ফ্রান্সে রাষ্ট্রীয় সফরকালে ভুচিচ সাংবাদিকদের বলেন, যখন আমরা করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণের মুখোমুখি, সে মুহূর্তে মানুষজনের এভাবে একত্রিত হওয়া ও বিক্ষোভ করা দায়িত্বজ্ঞানহীনতা।

তিনি বলেন, আমি জনগণের প্রতি অনুরোধ করব, দয়া করে আসুন আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিই। জোরপূর্বকভাবে ক্ষমতা গ্রহণ নয়। নির্বাচনের মাধ্যমে সেটি হবে। মহামারীর পর আপনারা যত ইচ্ছা চান বিক্ষোভ করতে পারেন।

২০০০ সালে সার্বিয়ার শক্তিশালী নেতা স্লোবোদান মিলোসেভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

ফের সংক্রমণ শুরু হওয়ায় মঙ্গলবার প্রেসিডেন্ট ভুচিচ বেলগ্রেডে নতুন করে তিনদিনের লকডাউনের ঘোষণা দিলে এদিন থেকে বিক্ষোভ শুরু হয়।

তবে প্রবল লকডাউন বিরোধিতার মুখে পড়ে পরবর্তীতে এই পরিকল্পনা তিনি স্থগিত করেন। শুধু দশজন একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার।

এর আগে মে মাসে লকডাউন তুলে নিয়ে ফুটবল ম্যাচ চালু, ধর্মীয় প্রতিষ্ঠানে ও রাজনৈতিক সমাবেশের অনুমতি দেয়া হয় দেশটিতে। এতে ভুচিচ সরকার সমালোচনার মুখে পড়ে।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী আনা ব্রানাবিচ ঘোষণা করেন যে, করোনায় সার্বিয়ায় এ দিন রেকর্ড ১৮ জনের মৃত্যু ঘটেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৬ জন। এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৩০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলকান অঞ্চলের দেশটিতে। এর মধ্যে মারা গেহেন ৩৫২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়