শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলার তজুমদ্দিনে চাকুরিজীবী মহিলাকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্লীলতাহানি ও ছিনতাই

চপল রায়: [২] ভোলার তজুমদ্দিনে বেসরকারি উন্নয়ন সংস্থার এক মহিলা স্টাফের কাছ থেকে নগদ অর্থ ও অলংকার ছিনতাই করেছে অভ্যাসগত অপরাধী অটোরিকশা চালক মো. সুমন।

[৩] প্রত্যক্ষদর্শী ও ভদ্রমহিলার আত্নীয়ের বরাতে জানা যায়, উক্ত ভদ্রমহিলা অসুস্থ ভাইকে দেখার উদ্দেশ্যে সন্ধ্যায় সুমনের অটোতে সহযাত্রীদের সাথে ফকিরহাট থেকে খাসেরহাট রওনা হয়। পাঁচশত মিটার পূর্বে অন্য যাত্রীরা নেমে গেলে সু্যোগ পেয়ে ধর্ষণের উদ্দেশ্যে হেডলাইট বন্ধ করে নির্জন পরিত্যক্ত ভিটায় নিয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে মহিলার কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

[৪] পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে নিয়ে যায়। ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ভদ্রমহিলার আত্নীয় জানান আজ সকালে আমি ও ঘটনার শিকার আমার ভাগ্নি থানায় গিয়ে লিখিত অভিযোগ দেই। তবে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক এ প্রতিবেদককে জানান, আমি লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিয়ে নেওয়া হবে।

[৫] এদিকে নামপ্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, মোঃ সুমন এলাকার ত্রাস ও ভূমিদস্যু হিসেবে পরিচিত নুরনবীর ছেলে। বহুদিন ধরেই নেশা ও অন্যান্য অপকর্মের সাথে সে ওতোপ্রোতোভাবে জড়িত। তবে এদের খুঁটির জোরের কারণে রহস্যজনকভাবে সমস্ত অপরাধ রয়ে যায় পর্দার আড়ালে। একের পর এক ঘটতে থাকে ছিনতাই, জবরদখল সহ নানা সমাজবিরোধী ঘটনা। বহুদিন ধরে অতিষ্ঠ এলাকার সাধারণ জনগণ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল ও স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়