শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইদুর রহমান: রিজেন্ট কাণ্ড, অপরাধীর সর্বোচ্চ শাস্তির মাধ্যমে অপরাধ দমন করুন

সাইদুর রহমান: সরকারের সব গুরুত্বপূর্ণ দফতর, প্রশাসনের বড়কর্তা, মিডিয়া সর্বত্রই তার সরব উপস্থিতি। ২০১৪ সালের পর থেকে লাইসেন্স এবং ন্যূনতম অবকাঠামো না থাকার পরও মো. সাহেদের নেতৃত্বাধীন রিজেন্ট হাসপাতালের সাথে সরকার চুক্তি করলো। কোটি কোটি টাকার বরাদ্দও মিললো। বোঝেন ক্ষমতা কাকে বলে? ক্ষমতা আছে বলেই তো ভুয়া করোনার সার্টিফিকেট দিয়ে মানুষের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দেশের বিভিন্ন সেক্টরের নীতি নির্ধারক যারা ঠিক তাদের সাথেই এই ‘কথিত টকশো ব্যক্তিত্বের’ ঘনিষ্ঠভাবে ছবি আছে। তাদের আশ্রয় প্রশ্রয় নিজেকে ক্ষমতাশালী করেছেন তিনি।

টেলিভিশনের টকশোতে ওনাকে প্রায়ই দেখা যায়। টকশোতে অতিথি হবার জন্য তদবিরও করতেন নাকি তিনি। রাজনীতি বিশ্লেষক বানিয়ে কারা তাকে নিয়মিত টকশোতে আনতেন? কেন আনতেন? খতিয়ে দেখা খুবই জরুরি।

টকশোগুলোতে সাহেদ জাতিকে জ্ঞান দেন, বিরোধী দলের তুমুল সমালোচনা করেন, সরকারের প্রশংসা করেন। তখন বাহবা আসতো সরকার সমর্থকদের কাছ থেকে। ধরা পড়ার পর এই হাইব্রিড কীভাবে এতো ক্ষমতাধর হলো সেটি নিয়ে দেখছি সর্বত্র আলোচনা। এতোদিন কি তাহলে ভয় পেয়েছিলেন? খোঁজ নিন হাজার সাহেদের কলো থাবায় মানুষ অতিষ্ঠ। সোনার বাংলার মানচিত্র কুরে খাচ্ছে এরা। অতএব ‘ধরা পড়লে হয় হাইব্রিড আর টিকে থাকলে ত্যাগী’-এই মানসিকতা থেকে বেরিয়ে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করুন। অপরাধীর সর্বোচ্চ শাস্তির মাধ্যমে অপরাধ দমন করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়