শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইদুর রহমান: রিজেন্ট কাণ্ড, অপরাধীর সর্বোচ্চ শাস্তির মাধ্যমে অপরাধ দমন করুন

সাইদুর রহমান: সরকারের সব গুরুত্বপূর্ণ দফতর, প্রশাসনের বড়কর্তা, মিডিয়া সর্বত্রই তার সরব উপস্থিতি। ২০১৪ সালের পর থেকে লাইসেন্স এবং ন্যূনতম অবকাঠামো না থাকার পরও মো. সাহেদের নেতৃত্বাধীন রিজেন্ট হাসপাতালের সাথে সরকার চুক্তি করলো। কোটি কোটি টাকার বরাদ্দও মিললো। বোঝেন ক্ষমতা কাকে বলে? ক্ষমতা আছে বলেই তো ভুয়া করোনার সার্টিফিকেট দিয়ে মানুষের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দেশের বিভিন্ন সেক্টরের নীতি নির্ধারক যারা ঠিক তাদের সাথেই এই ‘কথিত টকশো ব্যক্তিত্বের’ ঘনিষ্ঠভাবে ছবি আছে। তাদের আশ্রয় প্রশ্রয় নিজেকে ক্ষমতাশালী করেছেন তিনি।

টেলিভিশনের টকশোতে ওনাকে প্রায়ই দেখা যায়। টকশোতে অতিথি হবার জন্য তদবিরও করতেন নাকি তিনি। রাজনীতি বিশ্লেষক বানিয়ে কারা তাকে নিয়মিত টকশোতে আনতেন? কেন আনতেন? খতিয়ে দেখা খুবই জরুরি।

টকশোগুলোতে সাহেদ জাতিকে জ্ঞান দেন, বিরোধী দলের তুমুল সমালোচনা করেন, সরকারের প্রশংসা করেন। তখন বাহবা আসতো সরকার সমর্থকদের কাছ থেকে। ধরা পড়ার পর এই হাইব্রিড কীভাবে এতো ক্ষমতাধর হলো সেটি নিয়ে দেখছি সর্বত্র আলোচনা। এতোদিন কি তাহলে ভয় পেয়েছিলেন? খোঁজ নিন হাজার সাহেদের কলো থাবায় মানুষ অতিষ্ঠ। সোনার বাংলার মানচিত্র কুরে খাচ্ছে এরা। অতএব ‘ধরা পড়লে হয় হাইব্রিড আর টিকে থাকলে ত্যাগী’-এই মানসিকতা থেকে বেরিয়ে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করুন। অপরাধীর সর্বোচ্চ শাস্তির মাধ্যমে অপরাধ দমন করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়