শিরোনাম
◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে?

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান শান্তনু: মায়ের ভাষায় তিনি আমৃত্যু গানের প্রতিজ্ঞা করেছিলেন

হাসান শান্তনু : এন্ড্রু কিশোরের প্রয়াণের পর থেকে তার গাওয়া গান নিয়ে নানা আলোচনা, মূল্যায়ন হচ্ছে। কিন্তু একটা বিষয় প্রায় অনুচ্চারিতই থেকে যাচ্ছে। বাংলাদেশের পুরুষ কণ্ঠশিল্পীদের মধ্যে এন্ড্রুই প্রথম বলিউডের সিনেমায় গান গেয়েছিলেন। তার গাওয়া সেই গান ছিলো উপমহাদেশের অন্যতম সঙ্গীতজ্ঞ আর ডি বর্মণের সুরে, ‘শত্রু’ সিনেমায়। ওই সিনেমার গানে আরো কণ্ঠ দেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, কিশোর কুমার, আশা ভোঁসলে। কিশোর কুমারের সঙ্গে পাল্লা দিয়ে গান করে সুনাম কুড়ান এন্ড্রু। বলিউডের সিনেমায় পা রেখেই বলিষ্ঠ, সুমধুর কণ্ঠের জোরে তার মায়ের প্রিয় শিল্পী কিশোর কুমারের গানে ভাগ বসান।

আর ডি বর্মনের সুরে এন্ড্রুর গাওয়া ‘এর টুপি ওর মাথায়’ গানটির হিন্দি ভার্সন ‘ইসকি টুপি উসকি সার’ গেয়েছিলেন কিশোর কুমার। আর ডি বর্মণ আদর করে এন্ড্রুকে ‘ঢাকাইয়া’ বলে ডাকতেন। শুধু তাই নয়, গুণী এ শিল্পীর কণ্ঠে মুগ্ধ হয়ে বলিউডের গানে নিয়মিত কণ্ঠ দেয়ার পরামর্শ দেন, এমনকি বিশেষ অনুরোধও করেন আর ডি বর্মণ। সেই অনুরোধ এন্ড্রু উপেক্ষা করেন মায়ের ভাষা, দেশমাতৃকার টানে। মায়ের ভাষায় তিনি আমৃত্যু গানের প্রতিজ্ঞা করেছিলেন। তার মতো এক বরেণ্য শিল্পীর প্রয়াণের মধ্যে দিয়ে বাংলা সিনেমার গানের একটা গৌরবময় অধ্যায়ের যেন অবসান হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়