মোস্তাফিজুর রহমান : [২] মঙ্গলবার সন্ধ্যায় শনির আখড়ার অদূরে দেশবাংলা হাসপাতালের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন।
[৩] মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
[৪] নিহতের ভাই জাকির হোসেন জানান, পেশায় শাকিব মোটরসাইকেল মেকানিক্স সন্ধ্যায় বাসা থেকে মোটরসাইকেল নিয়ে শনির আখড়া যাবার পথে দূর্ঘটনার শিকার হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা।
[৫] তিনি আরো জানান আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে না কোন যানবাহনের ধাক্কায় ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিক জানা যায়নি।
[৬] ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মৃত শাকিব যাত্রাবাড়ী কুতুবখালী এলাকার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ বাহাউদ্দিনের ছেলে।