শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০৮:৩৪ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ৩০২৭, সুস্থ ১৯৫৩ (ভিডিও)

মহসীন কবির : [২] মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২১৫১ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। মৃতদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৯ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩৬ জন বাসায় ১৫ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ৪ জন। ঢাকা বিভাগে ২৭ জন চট্টগ্রামের ১২ জন, এবং অন্যান্য বিভাগের ১৬ জন। এপর্যন্ত মৃতদের মধ্যে পুরুষের সংখ্যা ১ হাজার ৭০৩ জন এবং নারী ৪৪৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

[৪] তিনি জানান, বয়স ভিত্তিক বিশ্লেষণ তিনি জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।

[৫] তিনি জানান, ঢাকা ও ঢাকার বাইরে মোট ৭৪ ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ১৩৪৯১ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৩১৭৩ জনের পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০ জনের। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৯৮ শতাংশ।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৫৩ জন, মোট সুস্থ হয়েছেন ৭৮১০২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৩১ শতাংশ।

[৭] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮০২ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩২ হাজার ৩৫১ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭২৩ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১৫ হাজার ৪৭৮ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৭৩ জন।

[৮] আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

[৯] দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়