শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনদূর্ভোগ লাঘবে সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন আ.লীগ সভাপতি

আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : [২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের আশপাশের সকল সরকারি মূল্যবান জায়গা ও স্থাপনা জনস্বার্থে দখলমুক্ত করার জন্যে প্রশাসনের প্রতি দাবি জানালেন অরুয়াইল ইউপি আওয়ামী লীগের সভাপতি ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আবু তালেব।

[৩] সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় অরুয়াইল বাজার এলাকায় নিজ ব্যবসায়িক অফিসে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে তিনি প্রশাসনের প্রতি এ দাবি জানান।

[৪] আবু তালেব বলেন, অরুয়াইল বাজার এলাকায় বহু সরকারি মূল্যবান জায়গা এখন অবৈধ দখলদারদের কবলে। এসব অবৈধ দখলের কারণে এখানে জনদূর্ভোগ বেড়েছে। বাজার এলাকায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৫৬ লক্ষ টাকা ব্যয়ে তিতাস নদীর পাড়ে একটি গণঘাটলা নির্মিত হয় বিগত ২০০৭-২০০৮ অর্থবছরে। সেই সময়ে এই বরাদ্দে বাজারে আরও স্থাপনা নির্মাণসহ নানা উন্নয়ন কাজ হয়। পরবর্তীতে নদীর পাড়ের গণঘাটলাসহ বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত এখানে বেশকিছু স্থাপনা একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে দখলে নিয়ে যায়। তারা এই গণঘাটলা বালু ফেলে ভরাটের পর সেখানে দোকানপাট নির্মাণ করে বিভিন্ন লোকের কাছে ভাড়া দিয়েছে। বাজার এলাকায় নির্মিত তিনটি মহিলা কর্ণার এবং এ বাজারের দুটি গণশৌচাগার প্রভাবশালীরা দখল করে নিয়েছে।

[৫] তিনি অভিযোগ সহকারে বলেন, অরুয়াইল এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান কুতুবউদ্দিন ভূঁইয়া এ বাজার এলাকায় তিতাস নদীর পাড়ের সেই গণঘাটলার আশপাশের সরকারি জায়গা অবৈধভাবে ভরাট করে দোকান নির্মাণ করছেন। তিনি আওয়ামী লীগের নাম বেছে ও নিজে মুক্তিযোদ্ধা এ প্রভাব খাটিয়ে বাজার এলাকায় তিতাস নদীর তীরে মাটি-বালু ফেলে নদীর বেশ পরিমাণ জায়গাও অবৈধভাবে দখল করেছেন।

[৬] তবে অরুয়াইল বাজার এলাকায় তিতাস নদীর জায়গা অবৈধ দখলের অভিযোগ প্রসঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন ভূঁইয়া জানান, তিনি এখানে কোনো সরকারি জায়গা দখল করেননি। আওয়ামী লীগ নেতা আবু তালেব বাজার এলাকায় সরকারি জায়গা ও স্থাপনা বিভিন্ন লোকের দখলে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

[৭] অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও বাজার পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন জানান, আবু তালেব দীর্ঘদিন এ বাজার কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আছেন। তাছাড়া তিনি এখানকার আওয়ামী লীগের সভাপতি। সেই সুবাদে এখানে সরকারি জায়গা নিয়ে বাণিজ্য করে তিনি বহু টাকার মালিক বনে গেছেন।

[৮] অরুয়াইল ইউপি চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, অরুয়াইল বাজার এলাকায় সকল অবৈধ দখলের নেপথ্যে রয়েছেন হাজী আবু তালেব মিয়া। এখানকার হাজার হাজার মানুষের দূর্ভোগ দূর করার স্বার্থে বাজার এলাকার সকল সরকারি সম্পত্তি শক্তিশালী ভূমি সিন্ডিকেটের কবল থেকে দখলমুক্ত করতে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করছি।

[৯] এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা জানান, অরুয়াইল বাজার এলাকার সকল সরকারি জায়গা ও সরকারি স্থাপনা অচিরেই বিধি মোতাবেক দখলমুক্ত করা হবে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। সেখানকার জনদূর্ভোগ লাঘবে সবকিছুই করা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়