রাশিদ রিয়াজ : পশ্চিম লন্ডনের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক দম্পতি। ৫৫ মাইল বেগে বাতাস বইছিল। আর তাতেই বেশ বড় একটি গাছ উপড়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ড, টের পেয়ে তারা কয়েক কদম পিছিয়ে যান। গাছটি ততক্ষণে ধপাস করে পড়ে রাস্তার ওপর।
এ্যান্ড্রু থমাস আশ্চর্যজনকভাবে এ মূহুর্তটি ধরে রাখেন তার ভিডিও ক্যামেরা। তিনি তার বান্ধবী জোয়ানা ওলম্যান ঘুরতে গিয়েছিলেন ওই এলাকায়। তিনিও নাটকীয় এ মূহুর্ত দেখে অবাক বনে যান। জোয়ানা বলেন ওই দম্পতি খুবই ভাগ্যবান। এরপর পুলিশ এসে ঘটনস্থলে পরিস্থিতি সামাল দেয়।
https://videos.dailymail.co.uk/video/mol/2020/07/05/8987813347540121723/640x360_MP4_8987813347540121723.mp4