মিনহাজুল আবেদীন : [২] সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বলেন, দেশে দুর্যোগ সময়। করোনাকালীন এই সময়ে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে, অনান্যে দেশের মতো ফরম পূরণ করে পোস্টালের মাধ্যমে চিঠি প্রেরণ করে, ভোট গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
[৩] এ প্রতিবেদকের সঙ্গে আলাপে তিনি বলেন, পূর্বে নির্বাচন কমিশন কখনো স্বাধীন এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করেনি। তারা পাতানো নির্বাচন করেছে। এসব বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষতার পাশাপশি জনগণের মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে গুরুত্ব দিতে হবে। [৬] ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। মানুষের মতামতের ভিত্তিতে প্রতিনিধি নিযুক্ত করতে হবে