শিরোনাম
◈ স্প্যানিশ সুপার কাপেও পাওয়া যা‌বে না এমবাপে‌কে ◈ সাবেক ক্রিকেটার নয়, আ‌মি নি‌জে‌কে কোচ হিসেবে প‌রিচয় দি‌তে চাই: আব্দুর রাজ্জাক ◈ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা দেবেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা ◈ ৬.৭ ডিগ্রিতে নেমে এলো নওগাঁর তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন ◈ জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস সহ শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ◈ হাদি হত্যায় চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের: রাষ্ট্রযন্ত্র জড়িত থাকার দাবি ◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার ◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলবাড়িয়ায় কালভার্ট তৈরিতে রডে বদলে বাঁশ

আব্দুল্লাহ আল আমীন : [২] ময়মনসিংহ ফুলবাড়িয়ার আছিম পাটুলি ইউনিয়ন। অনেক মেধাবি ও সরকারি উচ্চ পদস্থদের জন্মভুমি। ফুলবাড়িয়াসহ সারাদেশে আছিম ইউনিয়নের সুনাম রয়েছে এই সব মেধাবীদের কারণে। সেই সুনাম ধ্বংস করে দিয়েছে একটি কালভার্ট নিমাণকে কেন্দ্র করে। এলজিএসপির টাকায় সেই কালভার্ট তৈরির কাজ করছেন আলম মেম্বার। বরাদ্ধ ২ লাখ টাকা। ইট,বালি, সুরকির সাথে রড ধরা আছে এই কালভার্ট তৈরীতে। পুরো নিমান কাজটি তদারকিতে দায়িত্বশীল কোন তদারকি দপ্তর নেই বললেই চলে। নিজেরাই নিমাণকারী নিজেরাই তদারকির দায়িত্ব পালনকারী। সেই সুযোগ নিয়ে আলম মেম্বার কালভার্ট তৈরীতে রডের পরিবর্তে বাঁশের আঞ্চলিক ভাষায় কাবাড়ি দিয়ে দ্রুত ঢালাই কাজ করতে থাকে।

[৩] আছিমবাসিদের মতে, বিএনপির স্থানীয়ভাবে দাপটশালী নেতা আলম অধিক লাভের চিন্তায় এবং আছিমবাসী ও আওয়ামীলীগ সরকারের সুনাম ক্ষুন্ন করতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে এই কালভার্ট তৈরি করছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান সাইফুল বলেন, আলম মেম্বার এই কালভার্টের কাজ করছে। তার নামে ঐ প্রকল্প। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রডের পরিবর্তে বাশ দিয়ে কালভার্ট তৈরির ছবি ভাইরালের খবরে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ডিডি এলজি একেএম গালিভ খান, উপজেলা নিবাহী অফিসার আশরাফুল ছিদ্দিক শনিবার সরেজমিনে তদন্ত গিয়ে সত্যতা পেয়েছেন বলে ইউপি চেয়ারম্যান দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়