শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর লাউখালী বাওড়ের মাছ বিক্রির ভাগ নিয়ে সন্ত্রাসীদের হামলা শ্লীলতাহানী ও স্বর্ণের চেইন লুটের অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি: [২] জেলার সদর উপজেলার লাউখালী বাওড়ে মৎসচাষীদের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মকবুল হোসেন নামে এক মৎসচাষী ও তার পরিবারকে মারপিট করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

[৩] মামলায় ৮ সন্ত্রাসীর নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে, ভাগলপুর গ্রামের মীর ব্লুর ছেলে লাভলু, আব্দুল জলিলের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত মদন দফাদারের ছেলে হারুন, মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে ওবায়দুল, অজিত ব্যাপারীর ছেলে নজরুল ইসলাম, মৃত পরশ উল্লাহর ছেলে মশিয়ার রহমান , নাটুয়াপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আব্দুল মতিন মন্ডল, একই গ্রামের দলিল উদ্দিন দফাদারের ছেলে লিটন সহ অজ্ঞনতামা ৭/৮ জন।

[৪] ১নং হৈবতপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের ছবেদ আলী মন্ডলের ছেলে মকবুল হোসেন শুক্রবার ৩ জুলাই রাতে কোতয়ালি থানায় আসামীদের নাম উল্লেখ করে মামলা করেন।

[৫] দায়েরকৃত মামলায় তিনি বলেছেন, তিনিসহ একই গ্রামের কালাম, বিল্লাল,আকরাম, মোজাহার ও কাশেম সরকারের সকল নিয়ম মেনে লাউখালী বাওড় লিজ নিয়ে মাছ চাষ করে আসছে। আসামীরা প্রায় সময় তাদেরকে বাওড়ের মাছ বিক্রির টাকার ভাগ চায়। কিন্তু তারা ভাগ দিতে তিনি অপারগতা প্রকাশ করে। গত ১৪ জুন বিকেল ৫ টায় মকবুল হোসেন ভাগলপুর গ্রামস্থ নিজ বাড়ির উঠানে অবস্থান করছিলেন।

[৬] এসময় আসামি লাভলুর হুকুমে অন্য আসামীরা তার বাড়িতে হামলা করে। স্বামীকে উদ্ধার করতে মকবুল হোসেনের স্ত্রী তাসলিমা এগিয়ে আসলে তাকে মারপিটসহ পরনের কাপড় টেনে হেচড়ে শ্লীলতাহানী ঘটায়। গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়