বগুড়া প্রতিনিধিঃ [২] জেলা পুলিশ (গোয়েন্দা শাখা) ডিবি’র অভিযানে ১৫ মামলার আসামীসহ দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সদরের মাটিডালী এলাকার মৃত রমজান আলীর ছেলে হযরত আলী (৩৮) এবং শিবগঞ্জ উপজেলার বেলভুজা এলাকার মৃত সাদেক আলীর ছেলে মজিবুর রহমান(৪০)।
[৩] জেলা পুলিশ (গোয়েন্দা শাখা) ডিবি’র কাযৃলয সূত্রে জানা যায়, শনিবার ভোড় ৪টায় মাটিডালী এলাকা থেকে ছিনতাই করার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হযরত আলী অস্ত্র, ছিনতাই, মাদক, দ্রুত বিচার, ডাকাতিসহ ১৫টি মামলার কুখ্যাত আসামি । অপরদিকে, একই অভিযোগে গ্রেফতারকৃত মজিবুর রহমানের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।
[৪] বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম এ প্রতেিবদক-কে বলেন, গ্রেফতারকৃতরা মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করত। তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ