শিরোনাম
◈ হালান্ডের কীর্তির দিনে ও‌য়েস্ট হ‌্যা‌মের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির জয় ◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হবিগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

আজিজুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি : [২] হবিগঞ্জের কালারডুবা এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন শিশুসহ ৩ জন।

[৩] শুক্রবার (৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শিশিমন দাসের ছেলে সুদেব দাশ (৫০) ও বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের বিমল পালের ছেলে পিযুস পাল (২৮)৷

[৫] জেলা সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিংসক জানান, ১ জন ঘটনাস্থলেই মারা যান আর গুরুতর আহত পিযুস পাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া আহত মো. সুজন মিয়া (৪০), আখি দাশ (৩৫), সাইদুর রহমান (৪০) ও আমির হামজাকে (৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৬] হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে জেলা শহর থেকে বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা নামক স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি মিনিবাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক সুদেব দাশকে মৃত্যু ঘোষণা করেন। আর গুরুতর আহত পিযুস পাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়