শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংসদকে নিয়ে আপত্তিকর পোস্ট, মানিকগঞ্জের ছাত্রলীগ নেতা কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি: [২] জেলার -১ আসনের সাংসদ নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা মামলায় হামজা খান নামের জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে জেলা শহরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

[৩] গ্রেপ্তার হামজা খান জেলা ছাত্রলীগের সহসম্পাদক। মামলার তদন্ত কর্মকর্তা ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, ছাত্রলীগের নেতা হামজা খান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাংসদ নাঈমুর রহমান দুর্জয়কে নারী কেলেঙ্কারি ও ভূমিদস্যু আখ্যায়িত করে পোস্ট দেন। এতে গত ১৩ জুন ঘিওর উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে হামজা খানসহ তিনজনকে আসামি করে তথ্যপ্রযুক্তি আইনে থানায় মামলা করেন। আজ দুপুরে জেলা শহর থেকে হামজা খানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

[৪] জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বলেন, হামজা খান যে অপরাধ করেছেন, তার দায় দল নেবে না। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছিল। তবে তিনি তাঁর জবাব দেননি। বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এরপর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়