শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেরা আইপিএল একাদশে নির্বাচন ডি ভিলিয়ার্সের, অধিনায়ক কে?

ডেস্ক রিপোর্ট : [২] আইপিলে তার সেরা একাদশ এবার নির্বাচন করলেন এবি ডি ভিলিয়ার্স। একদম নিয়ম মেনেই দলে রেখেছেন চার বিদেশি। নিজে ব্যাট করবেন চার নম্বরে সেটাও ঠিক করে রেখেছেন। কিন্তু ডিভিলিয়ার্সের দলের নেতৃত্ব কে দেবেন?

ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে আলোচনায় তার সেরা আইপিএল দল বেছে নিয়েছেন এবি ডি। দলের ওপেনিংয়ে রেখেছেন দিল্লিতে তার সতীর্থ বীরেন্দ্র শেবাগের সঙ্গে রোহিত শর্মাকে। গত পাঁচ বছরে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বলে রোহিত শর্মাকে সার্টিফিকেট দিয়েছেন তিনি।

[৩] তিন নম্বরে অবশ্যই তার বন্ধু ভারত অধিনায়ক বিরাট কোহলিকে রেখেছেন। চার নম্বরে নিজে ব্যাটিং করবেন। পাঁচে বেন স্টোকস। ছয় নম্বরে মহেন্দ্র সিং ধোনি। দলের অধিনায়কও তিনিই।

[৪] সাত নম্বরে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আটে আফগান স্পিনার রশিদ খান। দলে তিন পেসার ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাদা এবং জশপ্রীত বুমরাহ। অর্থাৎ এবি ডি ভিলিয়ার্সের দলে তিনি ছাড়া বাকি বিদেশিরা হলেন বেন স্টোকস, রশিদ খান এবং কাগিসো রাবাদা। তবে চার নম্বরে নিজেকে ছাড়াও স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনকে পরিবর্ত হিসেবে রেখেছেন।

বিডি-প্রতিদিন, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়