সমীরণ রায়: [২] বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কিশোর রায় এক বিবৃতিতে আরও বলেন, কোভিড-১৯ কারণে দীর্ঘ চার মাস যাবৎ গরিব-মধ্যবিত্ত মানুষের আয় বন্ধ রয়েছে। এতে মানুষের জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে।
[৩] তারা বলেন, সরকার নির্ধারিত ফি নেওয়ায় কোভিড-১৯ পরীক্ষা করতে মানুষের মধ্যে অনীহা তৈরি হবে। এতে কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারি কার্যক্রম ব্যহত হবে। ইতোমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও উদ্বেগ জানিয়েছেন। তাই অবিলম্বে এই পরীক্ষার ফি বাতিল করতে হবে।
[৪] বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব