শিরোনাম
◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় কোভিড-১৯ এ মৃত ব্যক্তির লাশ দাফনে তারা

আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধি : [২] কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যার সাথে বেড়ে চলছে মৃত্যুর সংখ্যা। চট্টগ্রামের লোহাগাড়ায় সেবাই ধর্ম ফাউন্ডেশন, মানবতার দল, প্রজন্ম লোহাগাড়া” নামে তিনটি সংগঠন করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনের দায়িত্ব নিয়েছেন। তাদের হটলাইনে যোগাযোগ করলে লাশ দাপনে এগিয়ে আসছেন তারা। তাদের এমন উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।

[৩] লোহাগাড়ায় প্রথমদিকে এগিয়ে আসা “সেবাই ধর্ম ফাউন্ডেশন’র টিম প্রধান এম এস মিজানুর রহমান জানান, তারা এই পর্যন্ত ৯টি লাশ দাপন করেছেন। যার মধ্যে ৩ জন কোভিড-১৯ এ আক্রান্ত এবং বাকি ৬ জন কোভিড-১৯ উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এমন লাশ।

[৪] এম এস মিজানুর রহমান জানান, পদুয়া ফরিদারকূল এলাকায় মোহাম্মদ আলী (৪০) কোভিড-১৯ এ আক্রান্তের লাশ দাফন-কাফন পরিবারের আপনজন কেউ এগিয়ে আসেনি। এমনকি, লাশ দাফন-কাফনের কাজে ব্যবহারের জন্য একটি বেডশীট চাওয়া হলেও সেটি পর্যন্ত দেয়নি পরিবার। হাতেগোনা কয়েকজন নিয়ে জানাজা অনুষ্ঠিত হলেও আসেনি পরিবারের আপন কেউ। এছাড়া সাবেক এক সেনা সদস্যের লাশ দাফন করতে গিয়ে এলাকার মাতব্বরের বাধার সম্মুখীন হয়েছিল তারা।

[৫] তিনি আরও জানান, ভবিষ্যতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ, অসহায় মেয়েদের বিবাহে আর্থিক সহযোগিতা, মাদক এবং সন্ত্রাস নির্মূলে কাজ করে যাবে।

[৬] মানবতার দলের উপদেষ্টা ফজলে এলাহী আরজু জানান, সরকারের স্বাস্থ্যবিধি মেনে তারা এ পর্যন্ত ৫ জন কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির লাশ দাপন করেছে। আমাদের টিম মানবতার যে কোন কাজে এগিয়ে আসবে।

[৭] কোভিড-১৯ এই সময়ে সম্পূর্ণ ইসলামী শরীয়ত সম্মতভাবে লাশ দাপন- কাফনের অঙ্গীকার নিয়ে গড়া “প্রজন্ম লোহাগাড়া” সংগঠনের প্রধান এডভোকেট ফয়সাল জানান, তাঁরা এই পর্যন্ত ৩ জন ব্যাক্তির লাশ দাপন করেছে। যার মধ্যে ১ জন কোভিড-১৯ পজিটিভ এবং বাকি ২ জন কোভিড-১৯ উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যাক্তির পরিবারগুলো শেষ বিদায়ে লাশের সাথে মানবিক আচরণটুকু করেনি।

[৮] লাশ দাফন-কাফনে এগিয়ে আসা এই সংগঠনগুলোকে প্রয়োজনীয় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রিক দিয়ে সহযোগিতা করেছেন বেশ কয়েকজন মানবতাবাদী লোক। সম্পাাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়