শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটের কপি ছিড়ে বাজেট প্রত্যাখান, সংসদ ভবনের সামনে বিক্ষোভ বিএনপি এমপিদের

শাহানুজ্জামান টিটু : [২] বাজেট প্রতিক্রিয়া জানাতে সংসদ ভবনের সামনে হাতে প্লাকার্ড হাতে অবস্থান নেন বিএনপির সংসদ সদস্যরা। আগামী অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা লিখিত বক্তব্য পাঠ করেন এবং বাজেট প্রত্যাখান করেন।

[৩] এরপর বিএনপির অপর সংসদ সদস্য হারুন-অর-রশিদ তার বক্তব্যে বলেন, ভার্চুয়াল মাধ্যমে বাজেট আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিলে তাতে আলোচনা করার সুযোগ ছিল কিন্তু সে সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে।

[৪] তিনি বলেন, এই সরকার প্রশ্নবিদ্ধ একটি নির্বাচনের মধ্যে দিয়ে সংসদ গঠিত হয়েছে। এখানে যারা মহাজোটের শরিক তারাই সরকারে আবার তারাই বিরোধী দলে অবস্থান করছে। যে কারণে সত্যিকার অর্থে জনগণের যে সংসদ আজকের সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। আমরা কয়েকজন সংসদ সদস্য বলার চেষ্টা করি কিন্তু তাদেরকে কথা বলার সুযোগ দেয়া হয় না।

[৫] হারুন বলেন, গোটা জাতি সংকটের মুখে। বিশেষজ্ঞ এই সংকট কালে পরামর্শ দিতে চায় সরকার তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। বর্তমান স্বাস্থ্য অবস্থা বেহাল দশা। আমি সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার চেয়েছি। কিন্তু সংসদ নেতা প্রধানমন্ত্রী কোন ধরনের প্রতিক্রিয়া বলে নাই।

[৬] বিএনপির এই সংসদ সদস্য বলেন, তথাকথিত বিরোধী দল তারাও দাবি করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে সরকার মন্ত্রী পরিষদের রদবদল করেছিল।পূর্ত মন্ত্রীকে সরিয়ে বস্ত্র মন্ত্রণালয়ে এবং বস্ত্র মন্ত্রীকে সরিয়ে পূর্ত মন্ত্রণালয়ে নিয়ে এসেছিল একটি কারণ শ,ম রেজাউল করিম ওই সময় পূর্ত মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছিলেন। যে কারণে গোটা পূর্ত মন্ত্রণালয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল । সরকার দুর্নীতির কাছে আত্মসমর্পণ করে তাকে সেখান থেকে সরিয়ে বস্ত্রমন্ত্রী কে সেখানে নেওয়া হয়েছে।

[৭] হারুন বলেন, সরকারের শীর্ষ পর্যায় থেকে প্রতিনিয়ত বলা হচ্ছে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। কিন্তু বাস্তবে কি দেখছি? এই সংসদে রয়েছে চিহ্নিত মাদক সম্রাট, মানব পাচারকারীরা, চিহ্নিত সরকারি লুটপাট কারী, চিহ্নিত ব্যাংক লুটপাটকারী। তারাই এখন ক্ষমতাধর ।এখন তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। সুতরাং সৎ ও অসৎ পাশাপাশি বাস করতে পারে না।

[৮] বিএনপির এই এমপি বলেন, করোনা নিয়ন্ত্রণে অতিসত্বর রোডম্যাপ ঘোষণা করতে হবে। করোনার গতি ও সংক্রমণের সংখ্যা যেভাবে বাড়ছে সেখান থেকে আমাদের বাঁচার লক্ষ্যে এবং কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় তার জন্য সুনির্দিষ্টভাবে সরকারের পরিকল্পনা জাতির উদ্দেশ্যে ঘোষণা করতে হবে।

[৯] বুধবার দুপুরে সংসদ ভবনের সামনে বাজেট প্রত্যাখান করে বিএনপির সংসদ সদস্যরা সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়